শেষ আপডেট: 2nd November 2020 03:02
কোয়ারেন্টাইনে হু প্রধান টেড্রস আধানম, করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তিনি
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে কোয়ারেন্টাইনে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর প্রধান টেড্রস আধানম। সম্প্রতি এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তিনি। তাই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি বলে খবর। টুইটে টেড্রস আধানম জানিয়েছেন, “আমি জানতে পেরেছি সম্প্রতি একজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছি আমি। তাই হু-এর গাইডলাইন মেনে নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি আমি। যদিও আমার শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকেই আমি কাজ করছি। সবার মাথায় রাখা উচিত, এভাবেই আমরা সংক্রমণের চেন ভাঙতে পারব। তাই সবসময় নিয়ম মেনে চলুন।” বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকে একদম সামনের সারিতে থেকে লড়াই করেছেন টেড্রস। ৫৫ বছর বয়সী টেড্রস বারবার সবার কাছে আবেদন করেছেন, করোনার বিরুদ্ধে একযোগে লড়াই করতে। আর তার জন্য বারেবারে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। হু-এর তরফে স্বাস্থ্যবিধিতে বলা হয়েছে, এই সময় তিনটি বিষয়ে সবার নজর রাখা উচিত। তা হল সবসময় মাস্ক পরে থাকা, কিছুক্ষণ অন্তর হাত ধোয়া ও নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা। একমাত্র এভাবেই সংক্রমণের চেন ভাঙা সম্ভব বলে জানায় রাষ্ট্রপুঞ্জের এই স্বাস্থ্য বিষয়ক সংস্থা। যদিও আগে হু জানিয়েছিল শুধুমাত্র করোনা আক্রান্তরাই মাস্ক পরলে চলবে। কিন্তু পরে সেই দাবি থেকে সরে আসে তারা। বলা হয় সবাই মাস্ক পরলে এই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যাবে। করোনা সংক্রমণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ নিশানা করেছে চিনকে। আমেরিকা তো এও অভিযোগ করেছে, ইচ্ছে করেই এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে তারা। যদিও এই ভাইরাস ছড়ানোর জন্য চিনকে দায়ী করতে চায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তার জন্য আমেরিকার নিশানাতেও পড়তে হয়েছে তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া আর্থিক সাহায্য তুলে নেয় ডোনাল্ড ট্রাম্প সরকার। যদিও এখনও বিশ্বে সংক্রমণ কমেনি। বরং অনেক দেশেই সংক্রমণের নতুন ঢেউ দেখা যাচ্ছে। আর তাই এখনও সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দিচ্ছে হু। জানানো হয়েছে, আগামী বছরের শুরুতেই হয়তো ভ্যাকসিন চলে আসবে। ততদিন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।