শেষ আপডেট: 11th December 2019 08:08
দ্য ওয়াল ব্যুরো: নিউ জার্সিতে বন্দুকবাজের হামলায় এক পুলিশকর্মী-সহ মৃত্যু হয়েছে মোট ৬ জনের। জানা গিয়েছে, মারা গিয়েছেন তিনজন সাধারণ নাগরিক। পুলিশের পাল্টা গুলিতে দুই আততায়ীর মৃত্যু হয়েছে বলে খবর।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নিউ জার্সিতে হাডসন নদীর পাশে অবস্থিত একটি গ্রসারি শপকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুই আততায়ী। স্থানীয়দের কথায়, শব্দে প্রথমে ভেবেছিলাম বাজি ফাটছিল। পরে বুঝতে পারি গুলিবৃষ্টি হচ্ছে। ঘটনার সময় দোকানের মধ্যেই ছিলেন তিনজন নাগরিক। দুই আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁদের। নিহত হন এক পুলিশকর্মীও। আততায়ীদের গুলিতে আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। বন্দুকবাজদের হানায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুলিশ সূত্রে খবর, একটি ট্রাকে চড়ে আসে দুই বন্দুকবাজ। ঘণ্টা চারেক ধরে হামলা চালায় তারা। নাগাড়ে চলে এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। নাশকতার যোগ পায়নি পুলিশও। তবে এই হামলার সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। স্থানীয় স্কুল-কলেজ এবং অফিসও বন্ধ রাখা হয়েছে বলে খবর। আহতদের অবস্থা এখন স্থিতিশীল বলে খবর।
জমজমাট এলাকায় বিকেলবেলা এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে। পুলিশ জানিয়েছে, ওই গ্রসারি শপ ছিল একটি সুপার মার্কেটের ভিতর। এছাড়াও ঘটনাস্থলে ছিল বিউটি পার্লার, সেলুন, স্কুল এবং আরও অনেক দোকান। ঘটনার সময় আশেপাশে ছিলেন প্রচুর মানুষ। কেউ কেউ ব্যস্ত ছিলেন মোবাইলে ছবি তুলতে। গুলিবৃষ্টি শুরু হতেই দ্রুত এলাকা খালি করে দেয় পুলিশ। কেন এই হামলা হল তা জানতে তদন্ত শুরু করেছে নিউ জার্সি সিটি পুলিশ।