শেষ আপডেট: 14th March 2020 06:02
দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে আমেরিকায় প্রথম মৃত্যুর পর বিষয়টি নিয়ে ততটা গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবসিদ্ধ ঢঙে উড়িয়েই দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি যখন গুরুতর হয়ে উঠেছে তখন সেই ট্রাম্পই করোনা নিয়ে সারা আমেরিকায় ন্যাশনাল এমার্জেন্সি তথা জরুরি অবস্থা ঘোষণা করে দিলেন। শুক্রবার ভারতীয় সময় গভীর রাতে হোয়াইট হাউসের লনে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেছেন, করোনা রুখতে সরকারি কোষাগার থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৭ হাজার কোটি টাকা খরচ করা হবে। চলতি সপ্তাহের শুরুতেই করোনা প্রকোপকে বিশ্বজোড়া মহামারীর তকমা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’ উদ্বেগ প্রকাশ করে বলেছিল, ক্রমশ ব্যাপ্তি বাড়াচ্ছে করোনা সংক্রমণ। সব মিলিয়ে পরিস্থিতি যখন দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে তখন নড়েচড়ে বসল মার্কিন সরকার। ট্রাম্প বলেছেন, “এই ভাইরাসকে রুখতে আমরা সব শক্তি ঢেলে দেব। আশা করি খুব শিগগির কোণঠাসা করতে পারব এই মারণ ভাইরাসকে।” আমেরিকার সমস্ত হাসপাতালকে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন ট্রাম্প। তাঁর কথায়, “আমেরিকার সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে হাসপাতালগুলিকে চুড়ান্ত তৎপর থাকতে হবে। দরকার হলে পোঁছে যেতে হবে ভাইরাস আক্রান্তের বাড়ি পর্যন্ত।” স্বাস্থ্যকর্মীদের গাফিলতি হলে রেয়াত করা হবে না বলেও ওই সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সমস্ত বিদেশির ভিসা বাতিল করেছে আমেরিকা। ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গত ডিসেম্বরে প্রথম শোনা গিয়েছিল নোভেল করোনাভাইরাসের নাম। চিনের উহান শহর ছিল এই ভাইরাসের প্রাথমিক উৎসস্থল। এরপর ধীরে ধীরে এই ভাইরাস ত্রাস সৃষ্টি করেছে সারা বিশ্বজুড়ে। বেড়েছে আক্রান্তের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। মহামারীর আকার নিয়েছে করোনাভাইরাস। এএফপি-র একটি সমীক্ষা অনুসারে করোনাভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০০০ জনের। সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩৪ হাজার। ‘হু’-এর প্রধান টেডরোসের কথায়, করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ৫০০০-এ পৌঁছে যাওয়া নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, হতাশার এবং ভয়েরও।