শেষ আপডেট: 17th June 2020 03:44
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকায় যত সংখ্যক মানুষ মারা গিয়েছিলেন তার থেকে বেশি মানুষ নাকি ইতিমধ্যেই করোনাভাইরাসের বলি হয়েছেন সেদেশে। এমনটাই দাবি করল জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। এই বিশ্ববিদ্যালয়ের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৪০ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়। এর ফলে মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১,১৬,৮৫৪। গত দু'দিন মৃতের সংখ্যা দিনে ৪০০- র নীচে ছিল। গত ২৪ ঘণ্টায় তা ফের বেড়েছে। শুধু মৃতের সংখ্যা নয়, আক্রান্তের সংখ্যাতেও সবাইকে ছাড়িয়ে চলে যাচ্ছে আমেরিকা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩,৩৫১। এর ফলে মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,৩৪,৯৭৩। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় যত মৃত্যু হয়েছে, তা ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে এই করোনায় মৃত্যুর সংখ্যা। তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও অনেক বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ, লকডাউন তুলে নেওয়ার পর থেকে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এই দেশে। অনেক জায়গায় আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনে বেশি বাড়তে শুরু করেছে। তাই এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে হচ্ছে। এই পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে সংক্রমণ এত বেশি থাকার সময়েও লকডাউন তুলে নেওয়ায় দেশেই তাঁর সমালোচনা চলছে। নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচন আমেরিকায়। পরিস্থিতি এমনই যে গদি বাঁচানো কঠিন ট্রাম্পের। তাই নিজের নির্বাচনী প্রচার শুরু করতে চাইছেন ট্রাম্প। কিন্তু দেশের করোনা পরিস্থিতি যে জায়গায় পৌঁছচ্ছে তাতে কতটা কী তিনি করতে পারবেন, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।