শেষ আপডেট: 1st February 2022 06:56
দ্য ওয়াল ব্যুরো: করোনা কালে অর্থনৈতিক মন্দগতি, কর্মসংস্থানে সংকট, আর্থিক বৈষম্যের মধ্যেই কেন্দ্রীয় বাজেটে নতুন চমক দিল মোদী সরকার। কেন্দ্রের চার নম্বর বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, এবার থেকে ১০০ শতাংশ পোস্ট অফিসকেই কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আনা হবে। অর্থাৎ হিসেব করে দেখলে দেশের দেড় লক্ষ পোস্ট অফিস থেকে মিলবে ব্যাঙ্কিং পরিষেবা।
দেশের প্রত্যন্ত এলাকার মানুষজন পোস্ট অফিসের ওপরেই বেশি নির্ভরশীল। সেক্ষেত্রে পোস্ট অফিস থেকেই ব্যাঙ্কিংয়ের সমস্ত সুযোগ সুবিধা আনতেই বড় সিদ্ধান্ত মোদী সরকার। দেশের প্রতিটি পোস্ট অফিস থেকেই কোর ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে। অনলাইনেই ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে। পাশাপাশি সুবিধা মিলবে এটিএম, নেট ব্যাঙ্কিংয়ের।
এই ঘোষণায় স্বভাবতই খুশি সাধারণ মানুষ। আগে ব্যাঙ্ক থেকে যে সমস্ত সুবিধা পাওয়া যেত এবার তা পাওয়া যাবে পোস্ট অফিস থেকেও। টাকাপয়সার লেনদেন তো বটেই, এটিএম পরিষেবাও মিলবে। পোস্ট অফিসের আওতায় থাকবে এটিএম। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস অ্যাকাউন্টে সহজেই টাকা ট্রান্সফার করা যাবে। এই পরিষেবা গ্রামাঞ্চলের প্রবীণ নাগরিক ও কৃষকদের অনেকটা সুবিধা দেবে।
শুধু তাই নয়, ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধাও পাওয়া যাবে। তার জন্য দেশের ৭৫টি জেলায় ডিজিটাল ব্যাঙ্কের শাখা খোলা হবে।