শেষ আপডেট: 14th November 2019 03:21
৩২০ টাকা কেজি টোম্যাটো! পাকিস্তানের আনাজ-বাজার যেন আগুন, সমস্যায় সাধারণ মানুষ
'পাকিস্তান ব্যুরো অফ স্যাটিস্টিক্স' বলছে, খুব বেশি হলে এত দিন সেখানে টোম্যাটোর দাম বেড়ে হয়ে কেজি-প্রতি ১৮০ টাকা। কিন্তু এখন সবচেয়ে কম দামে যে টোম্যাটো মিলছে, তার দামই ৩০০ টাকা কেজি। আর বাজারচলতি সাধারণ ও প্রচলিত দাম ৩২০। পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা সচিব মহম্মদ হাশিম পোপালজাই এই প্রসঙ্গে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তবে শুধু ভারতের রফতানি বিষয়ক সমস্যা নয়, পাকিস্তানের বাজারে টোম্যাটোর জোগান অস্বাভাবিক হারে কমে যাওয়ার একাধিক কারণ রয়েছে। ভারী বৃষ্টিতে সে দেশের টোম্যাটোর ফলন ভীষণ ভাবে মার খেয়েছে। সরকারি নীতির গাফিলতির কারণে শস্য বণ্টনও হয়নি সুষম ভাবে। কিন্তু এসবের উপরে গোদের উপর বিষফোঁড়ার মতো হয়ে উঠেছে কাশ্মীর ইস্যু। যে কারণে ভারত থেকে আমদানি বন্ধ হয়েছে টোম্যাটোর। ফলে টোম্যাটোর বাজার রীতিমতো আগুন। প্রবল সমস্যায় সাধারণ মানুষ।
তবে কেবলই টোম্যাটো নয়। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চরম সমস্যার সম্মুখীন পাকিস্তান। নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন জিনিসের দাম বেড়েই চলেছে সেখানে। কিন্তু সেসবের মধ্যে টোম্যাটোর দাম প্রায় দ্বিগুণ হয়েছে এক দিনে। কেজি প্রতি প্রায় ১৬০ টাকা বেড়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় এসে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের সাধারণ মানুষ। বলছেন, এত দামি টোম্যাটো তাঁরা কোনও দিন কেনেননি।