শেষ আপডেট: 23rd May 2020 13:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতের একমাত্র করোনা মুক্ত রাজ্য ছিল সিকিম। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যেও এবার হানা দিল নভেল করোনাভাইরাস। সিকিমে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে শনিবার। সিকিম সরকারের তরফেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ সিকিমের ওই বাসিন্দা কিছুদিন আগে দিল্লি থেকে ফিরেছিলেন। আক্রান্ত ব্যক্তির লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। কারণ সিকিমে কোনও কোভিড টেস্টের ল্যাব নেই। এতদিন পর্যন্ত গ্রিন জোনে ছিল সিকিম। তবে প্রথম কোভিড আক্রান্তের খোঁজ মেলায় আর গ্রিন জোনে থাকবে না উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য। জানা গিয়েছে, দিল্লি থেকে ফেরার পর রাবাংলাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ওই ব্যক্তিকে। তাঁর লালারসের নমুনা সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়। এরপর শনিবার রিপোর্ট আসে পজিটিভ। এর আগে এপ্রিল মাসে সিকিম প্রশাসন ঘোষণা করেছিল যে অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে সেখানে। সে সময় করোনাহীন ছিল সিকিম। রাজ্যের প্রায় ৭ লাখ মানুষকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সে সময় জানান সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ২৩ মে শনিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫,১০১। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৩৭২০ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১,৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৫৪ জন। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩২৫০ জন। দেশে এখন সুস্থতার হার প্রায় ৪২ শতাংশ (৪১.৩৯%)।