শেষ আপডেট: 23rd March 2020 14:51
করোনা আক্রান্তদের যাতায়াতের গাড়িতে বিনামূল্যে তেল দেবে রিলায়েন্ দ্য ওয়াল ব্যুরো:করোনা আক্রান্তদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য যে গাড়িগুলি ব্যবহার করা হবে, তাতে বিনামূল্যে পেট্রল-ডিজেল দেবে রিলায়েন্স। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, রিলায়েন্স কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, করোনা আক্রান্তদের জন্য জরুরি পরিষেবায় যে গাড়ি দেওয়া হবে, তাতে বিনামূল্যে তেল সরবরাহ করবে সংস্থা। করোনা আশঙ্কায় দেশের বহু বেসরকারি সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। তাঁদের সুবিধার জন্য বিশেষ ডেটা প্যাকেজ এনেছে জিও। ওয়ার্ক ফ্রম হোমের জন্য বিশেষ.প্যাকেজের ঘোষণা করেছে ভারত সঞ্চার নিগম.লিমিটেড তথা বিএসএনএল। এবার তেলে দেওয়ার ব্যাপারেও বিবৃতি দিল রিলায়েন্স। পর্যবেক্ষকদের মতে, করোনা নিয়ে বিশ্বজোড়া মহামারীতে অর্থনীতির অবস্থা যে জায়গায় গেছে.তাতে বড় কর্পোরেট সংস্থাগুলি সরকারের পাশে না দাঁড়ালে সঙ্কট আরও তীব্র হবে। এই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাঁদের মতে, ইউরোপের উন্নত দেশগুলোই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে আর ভারতের মতো.উন্নয়নশীল দেশ তো অনেক দূরের কথা। করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ভারতে। সোমবার সন্ধে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮০। একজন ইতালীয় পর্যটক সহ ভারতে.করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ন'জনের। এদিনই কলকাতায় একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সন্ধেবেলা.জানা গেছে.কেরলে একদিনে ২৮জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। সব মিলিয়ে ভারত যখন অবরুদ্ধ তখন সাহায্য নিয়ে এগিয়ে এল রিলায়েন্স গোষ্ঠী।