শেষ আপডেট: 25th September 2020 14:02
দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচার কাণ্ডের অভিযোগে কেরল সরকারের বিরুদ্ধে বল্গাহীন দুর্নীতির অভিযোগ উঠেছিল। কংগ্রেস, বিজেপি-সহ একাধিক বিরোধী দল বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ দাবি করেছিল সে সময়ে। সেই ক্ষত শুকোনোর আগে আরও একবার দুর্নীতির অভিযোগ উঠল পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে। যা নিয়ে তদন্ত করতে শুক্রবারই কোচি শহরের জোড়া জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। কেরল সরকার 'লাইফ মিশন' নামের একটি প্রকল্প নিয়েছে। যাতে বলা হয়েছে, দক্ষিণের রাজ্যটির গরিব মানুষের জন্য পাকা বাড়ি করে দেবে সরকার। বিদেশি সংস্থা 'রেড ক্রেসেন্ট '-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রকল্প বাস্তবায়নের মউ স্বাক্ষরিত হয়েছিল। অভিযোগ, এখানেই নিয়ম বহির্ভূত লেনদেন হয়েছে। বিদেশি তহবিল নেওয়ার যে লক্ষ্মণরেখা রয়েছে তা অতিক্রম করেছে কেরল সরকার। বাম সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ, যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছে তারাও দুর্নীতি করেছে। লাইফ মিশনের বরাত পাওয়া সংস্থা ইউনিটেক বিল্ডার্সের কোচির দফতরে এদিন হানা দেয় সিবিআইয়ের একটি দল। সংস্থার কর্ণধার সন্তোষ ইয়াপানের অফিসে তল্লাশিতে যায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সির পৃথক একটি দল। কেরলের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা অভিযোগ করেছেন, সোনা পাচার কাণ্ডে অভিযুক্ত সরকারি আধিকারিক স্বপ্না সুরেশ, এই প্রকল্প থেকে এক কোটি টাকা কমিশন নিয়েছিলেন। কেরলের বাম সরকারের বিরুদ্ধে বিরোধীদের আরও বক্তব্য, রেড ক্রেসেন্ট-এর সঙ্গে যৌথ প্রকল্পে যে ভাবে নির্দিষ্ট একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে তাতেও বিস্তর অনিয়ম হয়েছে। চেন্নিথালা এও বলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আমরা বলেছিলাম রেড ক্রেসেন্ট-এর সঙ্গে যে মউ স্বাক্ষরিত হয়েছে তা প্রকাশ করুক সরকার। কিন্তু সরকার সেই সৎ সাহস দেখায়নি। কিছু অনিয়ম না হলে সরকারের চুক্তি প্রকাশে আপত্তির কী আছে?