শেষ আপডেট: 13th January 2021 02:27
দ্য ওয়াল ব্যুরো: কৃষি আইনের উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চার সদস্যের কমিটি গঠন করে এই আইন পর্যালোচনা করার কথা জানিয়েছে তারা। কিন্তু তারপরেও এই সিদ্ধান্তে খুশি নন কৃষকরা। তাঁদের একটাই কথা, যতদিন না তিনটি আইন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, ততদিন তাঁদের এই আন্দোলন চলবে। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিকেও কোনও রকম সহযোগিতা করতে রাজি নন তাঁরা। তার কারণ, কমিটির সদস্যদের উপর ভরসা নেই কৃষকদের। তারও অবশ্য কারণ রয়েছে। এই কমিটির চার সদস্যই নাকি কৃষি আইনকে সমর্থন করেছিলেন। তাই তাঁরা কতটা নিরপেক্ষ সেই বিষয়ে সন্দেহ রয়েছে কৃষকদের। দেশের শীর্ষ আদালত কমিটি গড়ে দেওয়ার পরে কৃষক সংগঠনগুলি দাবি করেছে, এই কমিটির চার সদস্যই সরকারের ঘনিষ্ঠ। তাঁরা আগেও এই কৃষি আইনের সমর্থন করেছিলেন। তাই তাঁদের উপর ভরসা নেই কৃষকদের। আর ঠিক সেই কারণেই কমিটিকে সাহায্যও করতে চান না তাঁরা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কৃষক আন্দোলনের নেতাদের বক্তব্য, “আমরা আগেই জানতাম নিজের ঘাড় থেকে দায় সরাবার জন্য সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করবে। তাই আগের দিন রাতেই আমরা জানিয়েছিলাম, কোনও কমিটির সঙ্গে আমরা কথা বলব না। কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” সুপ্রিম কোর্ট যে চার সদস্যের কমিটি গঠন করেছে তার সদস্যরা হলেন, কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি, শ্বেতক্ষারি সংঠনের সভাপতি অনিল ঘানওয়াত, ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভুপিন্দর সিং মান, এবং আন্তর্জাতিক খাদ্যনীতি বিশেষজ্ঞ প্রমোদ কুমার যোশী। দেশের শীর্ষ আদালত কমিটিকে জানিয়েছে, সব দিক খতিয়ে দেখে দু’মাসের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে। ততদিন কৃষি আইনে স্থগিতাদেশ জারি হয়েছে। কিন্তু কমিটির উপরে সন্দেহ রয়েছে কৃষকদের। আগামী ১০ দিনের মধ্যে এই কমিটি তাদের প্রথম বৈঠক ডাকবে। কিন্তু সেখানে অংশ নেবেন না বলেই জানিয়েছেন কৃষকরা। তাঁদের সাফ জবাব, আইন প্রত্যাহার করতে হবে। নইলে আন্দোলন দিন দিন আরও বাড়বে।