শেষ আপডেট: 17th July 2019 03:32
দ্য ওয়াল ব্যুরো : ১৫৩ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ভিস্তারা এয়ারলাইন্সের বিমান। কিন্তু অবতরণের সময় বারবার বিমানবন্দর বদল করতে বলায় বিপত্তি। হঠাৎ দেখা যায়, জ্বালানি কমতে শুরু করেছে বিমানের। বাধ্য হয়ে লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় বিমানকে। দেখা যায়, তারপর খুব বেশি হলে ১০ মিনিট আকাশে উড়তে পারত ওই বিমান। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে। ভিস্তারা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, পাইলটরা দেখেন মাত্র ৩০০ কেজি জ্বালানি অবশিষ্ট রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অবস্থার কথা বলেন। তারপরেই লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বলা হয় সেই বিমানকে। বিমান বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত মুম্বই-দিল্লি বা দেশের ভিতর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে বিমানের মধ্যে ৬০ মিনিট ওড়ার মতো অতিরিক্ত জ্বালানি মজুত থাকে। কোনও কারণে বেশিক্ষণ আকাশে উড়তে হলে এই জ্বালানি ব্যবহার করা হয়। কিন্তু কীভাবে ওই বিমানে জ্বালানি কমে গেল, তাই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, এ ক্ষেত্রে ভিস্তারা এয়ারলাইন্সের ওই বিমানটি প্রথমে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে গেলে খারাপ আবহাওয়ার জন্য অবতরণ করতে পারেনি। তাকে বলা হয়, লখনৌ বিমানবন্দরে অবতরণ করতে। কিন্তু সেখানেও হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়। তখন সেই বিমানকে কানপুর ও এলাহাবাদের মধ্যে একটি বিমানবন্দরে অবতরণের কথা বলা হয়। কিন্তু তখনই পাইলটরা দেখেন জ্বালানি কম। ফলে বাধ্য হয়েই লখনৌ বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। ভিস্তারা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, তাঁদের বিমানে অতিরিক্ত জ্বালানি মজুত ছিল। কিন্তু বারবার বিমানবন্দর বদলের ঘটনা ঘটায় অতিরিক্ত অনেকক্ষণ আকাশে থাকতে হয় বিমানকে। ফলে জ্বালানি কমে যায়। তখনই জরুরি অবতরণ করতে হয়। ডিজিসএ গোটা ঘটনার তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে।