শেষ আপডেট: 18th October 2020 03:27
দ্য ওয়াল ব্যুরোঃ আকাশে মানুষের মতো দেখতে কী যেন একটা উড়ে বেড়াচ্ছে। এই দেখা যাচ্ছে। আবার এই গায়েব হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফের দেখা যাচ্ছে কিছুটা দূরে। আর এই ঘটনাতেই আতঙ্ক ছড়িয়েছিল বাসিন্দাদের মধ্যে। কেউ কেউ তো তাকে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী বলেও ধরে নিয়েছিলেন। অভিযোগ করা হয় পুলিশে। আর তদন্ত করতে গিয়ে পুলিশ যা দেখল তাতে হতবাক তারা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকার দানকউর শহরে। সেখানেই দেখা যাচ্ছিল আকাশে মানুষের আকৃতির কিছু একটা উড়ে বেড়াচ্ছে। কিন্তু ঠিকমতো বোঝা না যাওয়ায় এলিয়েনের আতঙ্ক ছড়ায়। শনিবার সকাল থেকে বেশ কিছুক্ষণ তা আকাশে দেখা যাওয়ার পরে ধীরে ধীরে পাশের ভাট্টা পারসুয়াল গ্রামে একটা খালের ধারে নেমে আসে। আর তারপরেই সেখানে যায় পুলিশ। কাছে গেলে দেখা যায় সেটি আসলে একটি বেলুন। দেখতে অনেকটা অ্যাভেঞ্জার্সের আইরন ম্যানের মতো। আর সেটাই কেউ ফুলিয়ে আকাশে ছেড়ে দিয়েছিল। দানকউরের পুলিশ আধিকারিক অনিল কুমার পাণ্ডে বলেন, “একটি বেলুনে হাওয়া ভরে ছেড়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ পরে সেটি মাটিতে নেমে আসে। একটি খালের ধারে সেটি পড়ে। কিন্তু এই বেলুন আকাশে ওড়ার সময় অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন সেটি একটি এলিয়েন।” বেলুনটির আকৃতির জন্যই মানুষের মধ্যে এই ভয় দেখা গিয়েছিল বলেই জানিয়েছেন অনিল কুমার পাণ্ডে। তিনি বলেন, “কাল্পনিক সুপার হিরো চরিত্র আইরন ম্যানের মতো দেখতে বেলুনটি। সেইমতোই রং করা। তাই দূর থেকে অন্যরকমই দেখতে লাগছিল সেটিকে। আর তারজন্যই মানুষের মনে আরও বেশি সন্দেহ ঢোকে। মানুষের মতো দেখতে অথচ মানুষ নয়, এই চিন্তা করতে গিয়েই অনেকে এলিয়েন ভেবে ভুল করেন।” অবশ্য এই বেলুনটি স্থানীয় কেউ আকাশে ছেড়েছে বলেই মনে করছে পুলিশ। কে সেটা করেছে তার কোনও খোঁজ পায়নি পুলিশ। তবে গোটা ঘটনায় হাসির উদ্রেক হয়েছে পুলিশ মহলে।