শেষ আপডেট: 9th January 2021 04:00
দ্য ওয়াল ব্যুরো: এক মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে কৃষক বিক্ষোভ চলছে। ইতিমধ্যেই আটবার কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে কৃষক সংগঠনের। কিন্তু তাতেও কোনও সমাধান সূত্র বের হয়নি। কৃষকদের দাবি, যতদিন না তিনটি আইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন তাঁরা ঘরে ফিরবেন না। এর মধ্যেই এই আন্দোলনে কংগ্রেসের ভূমিকা কী হবে, তা নিয়ে নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। আজ ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা সনিয়ার। জানা গিয়েছে, দলের সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বে থাকা নেতাদের সঙ্গেও কথা বলবেন সনিয়া। সেখানেই ঠিক হবে কৃষকদের পাশে কীভাবে দাঁড়াবে দল। ইতিমধ্যেই অবশ্য কৃষকদের সমর্থনের কথা ঘোষণা করেছে কংগ্রেস। বিজেপি সরকারের বিরোধিতা করেছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এই আইন প্রত্যাহার করার দাবিও এর আগে জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কংগ্রেস এবার পরিকল্পনা করছে কেন্দ্রের বিরুদ্ধে আরও বড় আন্দোলনের। শুক্রবার পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া জানিয়েছেন, তিনটি আইন প্রত্যাহার না করলে কোনও মতেই সরে আসবেন না তাঁরা। শুক্রবার কেন্দ্র ও কৃষকদের মধ্যে অষ্টম দফার আলোচনাও ব্যর্থ হয়েছে। কারণ দুটি মূল বিষয়ে দু’পক্ষের মধ্যে মতপার্থক্য হচ্ছে। তার মধ্যে প্রথমটি হল তিনটি আইন প্রত্যাহার করা। আর দ্বিতীয়টি হল ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা। যতক্ষণ না এই দুটি দাবি মানা হচ্ছে, ততদিন আন্দোলন থেকে তাঁরা সরে আসবেন না বলেই জানিয়েছেন কৃষকরা। আগামী ১৫ জানুয়ারি ফের একবার কেন্দ্রের সঙ্গে বৈঠকের কথা কৃষকদের। সেখানে সমাধান না বেরলে আগামী ২৬ জানুয়ারি দিল্লির বুকে ট্র্যাক্টর র্যালি করার কথা কৃষক সংগঠনগুলির। নিজেদের আন্দোলনে বেশিরভাগ বিরোধী দলকেই পাশে পেয়েছে কৃষকরা। আর সেই দলের মধ্যে অন্যতম হল কংগ্রেস। এই আন্দোলনকে হাতিয়ার করে মোদী সরকারকে আরও বেশি চাপে ফেলার পরিকল্পনা নিয়েছে তারা। আর সেজন্যই নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন সনিয়া গান্ধী।