শেষ আপডেট: 7th May 2020 09:18
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের করোনা ওয়ার্ডে শুয়ে রয়েছেন রোগীরা। তাঁদের পাশেই অন্য বেডে পড়ে রয়েছে মৃতদেহ। সম্প্রতি এমনই ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বইয়ের হাসপাতালের এই ভিডিও প্রকাশের পর থেকে শুরু হয়েছে সমালোচনা। ভিডিওটি মুম্বইয়ের সিওন হাসপাতালের। ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের করোনা ওয়ার্ডে বেডে শুয়ে রয়েছেন আক্রান্ত রোগীরা। কারও মুখে অক্সিজেন মাস্ক পরা। আর তার আশেপাশেই দেখা যাচ্ছে কালো রংয়ের ব্যাগে মোড়ানো রয়েছে মৃতদেহ। কোনও রোগীর পাশে, তো কোনও রোগীর পায়ের দিকে রয়েছে এই মৃতদেহগুলি। অন্তত সাতটি মৃতদেহ পড়ে রয়েছে। তার মধ্যেই রোগীদের সঙ্গে দেখা করতে আসছেন তাঁদের পরিবার। মৃতদেহগুলির দিকে তাকাচ্ছেন না কেউ। মহারাষ্ট্রের বিরোধী দল বিজেপির বিধায়ক নীতীশ রাণে এই ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, “সিওন হাসপাতালে মৃতদেহের পাশেই শুয়ে থাকতে হচ্ছে করোনা রোগীদের। এটা সাংঘাতিক। এটা কোন ধরনের প্রশাসন। খুবই লজ্জার।” এই হাসপাতাল পরিচালনার দায়িত্ব রয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির উপর। https://twitter.com/NiteshNRane/status/1258039973065957377?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1258039973065957377&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fmumbai-news%2Fcoronavirus-shocking-video-bodies-next-to-coronavirus-patients-in-mumbai-sion-hospital-2224778 এই ভিডিও প্রকাশ হওয়ার পরে হাসপাতালের ডিন প্রমোদ ইঙ্গালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে অনেকের মৃতদেহ পরিবারের লোক নিতে চাইছেন না। তার ফলেই সেগুলি ওভাবে রাখা হয়েছে। আমরা এখন দেহগুলিকে সরিয়ে দিয়েছি। ঘটনার তদন্ত হচ্ছে।”