Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার

প্রধানমন্ত্রী ময়ুর নিয়ে ব্যস্ত, নিজের প্রাণ নিজে বাঁচান: রাহুল

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে বাদল অধিবেশন শুরুর দিনেও সরে এলেন না রাহুল। ভারতের বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশবাসীকে নিজ

প্রধানমন্ত্রী ময়ুর নিয়ে ব্যস্ত, নিজের প্রাণ নিজে বাঁচান: রাহুল

শেষ আপডেট: 14 September 2020 00:09

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে বাদল অধিবেশন শুরুর দিনেও সরে এলেন না রাহুল। ভারতের বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশবাসীকে নিজেদের প্রাণ নিজেদেরই বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন রাহুল। তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় ময়ুর নিয়ে ব্যস্ত। তাই নিজের প্রাণ নিজেরাই বাঁচান। ওয়ানাড়ের সাংসদ সোমবার সকালে হিন্দিতে টুইট করে বলেন, “ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই সপ্তাহে ৫০ লাখ ছাড়িয়ে যাবে ও অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। একজন মানুষের অহঙ্কারের ফলেই অপরিকল্পিত লকডাউন হয়েছে, তার ফলে গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মোদী সরকার বলছে আত্মনির্ভর হতে। তার মানে আপনারা নিজেদের প্রাণ বাঁচান। কারণ প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত আছেন।” https://twitter.com/RahulGandhi/status/1305347232070209538?s=19 এই এক টুইটেই একদিকে ভারতের করোনা পরিস্থিতি ও অন্যদিকে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের দায়িত্বজ্ঞানহীনতার দিকটি তুলে ধরতে চেয়েছেন ৫০ বছরের এই কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, কোনও রকমের পরিকল্পনা ছাড়াই লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। তার ফলেই আজ সংক্রমণ এভাবে রেকর্ড ভাঙছে। কিছুদিন আগে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে ময়ুরদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গকেও তুলে আনলেন রাহুল। সংসদে অধিবেশন শুরু হলেও তার প্রথম কয়েক দিন থাকতে পারবেন না রাহুল গান্ধী। তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তিনি। তবে এই কাজের মধ্যেও কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার অভিযোগ তুললেন তিনি। রাহুলের এই বিরোধিতার জবাব অবশ্য আগেও দেওয়া হয়েছে সরকারের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর মজা করে বলেছিলেন, রাহুল গান্ধী প্রতিদিন টুইট করেন। তাঁদের এই কাজ দেখে মনে হচ্ছে কংগ্রেস দলটা টুইটের দলে পরিণত হয়েছে। মানুষের মধ্যে তাঁদের সমর্থন কমছে। কারণ তাঁরা মানুষের মধ্যে গিয়ে তাঁদের জন্য কাজ করার বদলে ঘরে বসে সরকারের বিরুদ্ধে টুইট করছেন। একটা হতাশ দল সরকারের কাজে সবসময় অসুবিধা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রের এই কটাক্ষের পরেও যে নিজের অবস্থান থেকে সরে আসতে রাহুল গান্ধী নারাজ, তা আরও একবার তিনি বুঝিয়ে দিলেন। দেশে না থেকেও মোদী সরকারের বিরুদ্ধে তাঁর আক্রমণ চলল। এবার মোদীর আত্মনির্ভর ভারতের স্লোগান ও তাঁর ময়ুরের ভিডিও নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা।

ভিডিও স্টোরি