Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান

দেশের জন্য কালো দিন, সীতারমনের সমালোচনা সঙ্ঘ অনুগামী শ্রমিক সংগঠনের

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে যে আর্থিক ধাক্কা লেগেছে তা থেকে দেশকে তুলে ধরার জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ বলেই জানিয়েছিলেন তিনি।

দেশের জন্য কালো দিন, সীতারমনের সমালোচনা সঙ্ঘ অনুগামী শ্রমিক সংগঠনের

শেষ আপডেট: 16 May 2020 21:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে যে আর্থিক ধাক্কা লেগেছে তা থেকে দেশকে তুলে ধরার জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ বলেই জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে চারদিন ধরে কী কী খাতে সেই টাকা বরাদ্দ করা হচ্ছে তা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু চতুর্থ দিনে সীতারমনের ঘোষণার সমালোচনা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ অনুগামী শ্রমিক সংগঠন। শনিবার চতুর্থ দফার ঘোষণায় আটটি গুরুত্বপূর্ণ সেক্টরে বেসরকারিকরণের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এই পদক্ষেপের ফলে আরও বেকারত্ব বাড়বে বলে অভিযোগ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের। সংগঠনের জেনারেল সেক্রেটারি ব্রিজেশ উপাধ্যায় জানিয়েছেন, “অর্থমন্ত্রীর চতুর্থ পর্যায়ের ঘোষণা ভারতের জন্য কালো দিন। প্রথম তিন দিনের বক্তব্য শোনার পরে সাধারণ মানুষের মনে যে আশা দেখা দিয়েছিল, তা চতুর্থ দিনে এজ ঝটকায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে।” চতুর্থ পর্যায়ের ঘোষণায় কয়লা, খনিজ সম্পদের খনন বেসরকারিকরণ, বিমানবন্দরের অপারেশন বিলগ্নিকরণ, প্রতিরক্ষায় বিদেশি লগ্নির পরিমাণ বাড়িয়ে ৭৪ শতাংশ করা বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেসরকারিকরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গে মহাকাশ গবেষণা ও পরমাণু শক্তি ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের জন্য দরজা খুলে সরকার।

আরও পড়ুন গরিবদের সরাসরি টাকা দেওয়ার কথা এখনও নেই, নির্মলার মুখে শুধু ‘অবোধ্য’ সংস্কারের প্রস্তাব

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্রিজেশ উপাধ্যায় বলেন, “সরকার বিভিন্ন ট্রেড ইউনিয়ন, সামাজিক প্রতিনিধি ও অংশীদারদের সঙ্গে আলোচনা করতে ভয় পাচ্ছে। তার কারণ তাদের নিজেদের চিন্তাভাবনা স্বচ্ছ নয়। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেখানে আরও বেশি করে সেই কাজই করলেন অর্থমন্ত্রী।” তিনি আরও বলেন, “আমাদের রাজনীতিবিদদের মনে হচ্ছে বেসরকারিকরণ করলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাইরে থেকে কোম্পানি এসে প্রচুর টাকা দেবে। কিন্তু তারা এটা বুঝছে না, ধীরে ধীরে শ্রমিকদের হাত থেকে কাজ চলে যাচ্ছে। বাজার পঙ্গু হয়ে যাচ্ছে। এক শ্রেণির মানুষের কাছেই সব ক্ষমতা থাকছে।” এই সিদ্ধান্তের খুব খারাপ প্রভাব মানুষের উপর পড়তে পারে বলেই জানিয়েছেন সঙ্ঘ অনুগামী এই শ্রমিক নেতা। ব্রিজেশ উপাধ্যায় বলেন, “এর খারাপ প্রভাব সবার আগে পড়বে কর্মীদের উপর। কারণ, বেসরকারিকরণ হলেই সবার আগে চাকরি যাবে। কিন্তু সরকার কারও সঙ্গে আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। গণতন্ত্রে এটা কখনওই হওয়া উচিত নয়।”

ভিডিও স্টোরি