শেষ আপডেট: 21st October 2019 14:08
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি নিজেদের পরিষেবায় একাধিক বদল ঘটিয়েছে জিও। আনলিমিটেড পরিষেবায় অনেক বদল নিয়ে এসেছে। বদলেছে ডেটা প্ল্যানও। এ বার ফের বদল আনল জিও। এখন থেকে এক প্যাকেজেই জিও গ্রাহকরা পেয়ে যাবেন সব সুবিধা। বর্তমানে জিও থেকে জিও আনলিমিটেড ফোন করা গেলেও জিও থেকে অন্য পরিষেবার নম্বরে ফোন করতে হলে মিনিটে ৬ পয়সা করে দিতে হচ্ছে। তার জন্য আলাদা করে রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের। সেই সমস্যা মেটাতেই নিজেদের প্যাকেজে বদল এনেছে জিও। এ বার থেকে মাসে ২২২ টাকার প্যাকেজ রিচার্জ করলেই তাতে সব সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জে জিও থেকে জিও আনলিমিটেড কল ছাড়া আনলিমিটেড মেসেজ পরিষেবা, প্রতিদিন ২ জিবি করে ৪জি ডেটা ও অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফোন করার সুবিধা পাওয়া যাবে। আলাদা করে কিছু রিচার্জ করতে হবে না। এই ভ্যালিডিটি থাকাবে ২৮ দিন। জিও-র তরফে জানানো হয়েছে মাস বাড়ার সঙ্গে সঙ্গেই ১১১ টাকা করে পরিষেবার খরচ বাড়বে। অর্থাৎ ৫৬ দিনের জন্য এই পরিষেবা পেতে গেল ৩৩৩ টাকা দিতে হবে। ৮৪ দিন এই পরিষেবা পেতে গেলে ৪৪৪ টাকা দিতে হবে। যদি আপনি জিও-র ২ জিবি ৪জি ডেটার গ্রাহক হন তাহলে আগে এই পরিষেবা পেতে আপনাকে ৪৪৮ টাকা খরচ করতে হত। আর দু'মাসের ক্ষেত্রে এই পরিষেবা আগে পেতে গেলে খরচ করতে হলে ৩৯৬ টাকা। এ বার থেকে ৩৩৩ টাকাতেই সেই পরিষেবা পাওয়া যাবে।