শেষ আপডেট: 7th May 2020 11:20
দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের ফলে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরে অনেক রাজ্য থেকে ট্রেনে করে শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হলেও এই কাজে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। তাই অনেকেই পায়ে হেঁটে ফেরার চেষ্টা করছেন। ১৭ দিনের মেয়েকে নিয়ে ৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক তরুণীও। তাঁর অভিযোগ, আবেদন করলেও একটা গাড়ি ভাড়া করার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। তাই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ে কাজ করতেন ওই তরুণী। তাঁর বাড়ি মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায় ওয়াশিমে। গর্ভবতী অবস্থাতেও কাজ করছিলেন ওই তরুণী। ভেবেছিলেন সন্তান জন্মের আগে বাড়ি ফিরবেন। কিন্তু লকডাউনে আটকে পড়েন। মাস খানেক আগে তাঁর এক কন্যা সন্তান হয়। জন্মের পরে তাঁর ও সন্তানের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে নেগেটিভ। তরুণী জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নেন বাড়ি ফিরবেন। একটা গাড়ি ভাড়া করার জন্য অনুমতিও চান প্রশাসনের কাছে। কিন্তু অনুমতি পাওয়া যায়নি। এদিকে হাতে টাকা বেশি না থাকায় তিনি ঠিক করেন হেঁটেই বাড়ি ফিরবেন। সেইমতো ১৭ দিনের মেয়েকে কোলে নিয়েই রওনা দেন তিনি।