Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?কাজল-অনুব্রতকে নিয়ে আলাদা বৈঠকে ফিরহাদ! ফোন কল বিতর্কের জের নাকি দ্বন্দ্ব মেটানোর উদ্যোগWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরান

করোনা আবহে রামমন্দিরের কাজ শুরু কবে, পথ খুঁজতে আজ অযোধ্যায় ট্রাস্টের বৈঠক

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে দেশে। কবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে তার কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নিয়োগ করা রামমন্দির ট্রাস্ট আজ বৈঠকে বসছে অযোধ্যায়। এই বৈঠকেই আগামী দিনের রূপরেখা ঠিক হবে বলে

করোনা আবহে রামমন্দিরের কাজ শুরু কবে, পথ খুঁজতে আজ অযোধ্যায় ট্রাস্টের বৈঠক

শেষ আপডেট: 18 July 2020 05:59

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে দেশে। কবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে তার কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নিয়োগ করা রামমন্দির ট্রাস্ট আজ বৈঠকে বসছে অযোধ্যায়। এই বৈঠকেই আগামী দিনের রূপরেখা ঠিক হবে বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের তরফে তৈরি করা এই রামমন্দির ট্রাস্টের কাজ হল অযোধ্যায় মন্দির নির্মাণের তদারক করা। কবে ও কী ভাবে মন্দির তৈরি হবে সেদিকে নজর রাখা। সংক্রমণের জেরে ইতিমধ্যেই এই মন্দির তৈরির কাজ শুরু করতে দেরি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এদিনই প্রথম এই ট্রাস্টের সদস্যরা এক জায়গায় মিলিত হচ্ছেন। সূত্রের খবর, এই বৈঠকে প্রত্যেকে মন্দির তৈরির কাজ শুরু করার একটি সম্ভাব্য দিনের কথা জানাবেন। সূত্রের খবর, অগস্টের প্রথম সপ্তাহে অযোধ্যা আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাম জন্মভূমি এলাকাতে ভূমি পুজোয় অংশ নেবেন তিনি। এই ভূমি পুজোর দিন থেকেই মন্দির তৈরির কাজ শুরু করার পক্ষপাতি একটা অংশ। কিন্তু আর একটা অংশের মতে, এই পরিস্থিতিতে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে ভূমি পুজো সেদিনই হবে, না পিছিয়ে যাবে তার নিশ্চয়তা নেই। তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা। রামমন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে গত কয়েক মাস ধরে ৬৭ একর জায়গা, যার উপর মূল মন্দিরর নির্মাণ হবে, তা সমান করা হয়েছে। এরপরে ভূমি পুজোর পরে মূল মন্দিরের কাজ শুরু হওয়ার কথা। জানা গিয়েছে, এদিনের বৈঠকে রামমন্দিরের নকশা নিয়েও আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যেই নাকি বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি নকশা পেশ করা হয়েছে। সেটি সবার পছন্দ হয়েছে। সেই নকশাকেই এদিন সিলমোহর দেওয়া হতে পারে। এছাড়া এই মন্দির তৈরিতে কতদিন লাগতে পারে তা নিয়েও নাকি আজকের বৈঠকে আলোচনা হবে বলে খবর। ২০২২ সালের শুরুর দিকেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের ফল রামমন্দিরের নির্মাণের উপর অনেকটাই নির্ভর করছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যোগী আদিত্যনাথ সরকার চাইছে তার আগেই মন্দিরের কাজ শেষ করতে। এমনিতেই ঐতিহাসিক রায়ে বিতর্কিত জমির উপর রামমন্দির নির্মাণের রায়কে তাদের জয় হিসেবেই দেখছে বিজেপি সরকার। সেই ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে যোগী সরকার। ইতিমধ্যেই অযোধ্যা- সহ গোটা উত্তরপ্রদেশে একাধিক মূর্তি তৈরি করিয়েছেন যোগী আদিত্যনাথ। অযোধ্যাতেও সরযূ নদীর তীরে ভগবান রামের বিশাল মূর্তি তৈরি হওয়ার কথা। তার সঙ্গে যদি নির্বাচনের আগে রামমন্দির নির্মাণ হয়ে যায়, তাহলে নির্বাচনে বিজেপির জয় একরকম পাকা বলেই মনে করছেন তাঁরা। সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি।

ভিডিও স্টোরি