দ্য ওয়াল ব্যুরো: রামমন্দির নির্মাণের কাজ কবে শুরু হবে, তাই নিয়ে শনিবার অযোধ্যায় বৈঠকে বসেছিল রামমন্দির ট্রাস্ট। সেখানে ঠিক হয়েছে তিথি মেনে ৩ অথবা ৫ অগস্ট হবে ভূমি পুজো। তারপরেই শুরু হবে মন্দিরের নির্মাণ। এই ভূমি পুজোতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে গত ৫ ফেব্রুয়ারি এই শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠন করেন প্রধানমন্ত্রী। সেই ট্রাস্টের সদস্যরা শনিবার বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে সংবাদসংস্থা পিটিআইকে ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস জানিয়েছেন, “আমরা তিথি মেনে দুটি দিনের কথা জানিয়েছি। একটি ৩ অগস্ট, অন্যটি ৫ অগস্ট। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এসে এই ভূমি পুজোতে যোগদান করবেন। তিথি মেনেই রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে।”
রামমন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে গত কয়েক মাস ধরে ৬৭ একর জায়গা, যার উপর মূল মন্দিরর নির্মাণ হবে, তা সমান করা হয়েছে। এরপরে ভূমি পুজোর পরে মূল মন্দিরের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই নাকি বিশ্ব হিন্দু পরিষদের তরফে রামমন্দিরের একটি নকশা পেশ করা হয়েছে ট্রাস্টের কাছে। সেটি সবার পছন্দ হয়েছে। এই মন্দির তৈরি করতে কতদিন লাগতে পারে, তার খরচ কত হতে পারে সেইসব ঠিক করা ও সেইদিকে নজর রাখার জন্যই তৈরি করা হয়েছে এই ট্রাস্ট।
২০১৯ সালের নভেম্বর মাসে রামমন্দিরের বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। সেই রায়ে বলা হয়, বিতর্কিত জমির উপর মন্দির নির্মাণ হবে। এই কাজের জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া অযোধ্যাতেই মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমির বন্দোবস্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় যোগী আদিত্যনাথ সরকারকে।
২০২২ সালের শুরুর দিকেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের ফল রামমন্দিরের নির্মাণের উপর অনেকটাই নির্ভর করছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তাঁদের বক্তব্য, যোগী আদিত্যনাথ সরকার চাইছে নির্বাচনের আগেই মন্দিরের কাজ শেষ করতে। এমনিতেই ঐতিহাসিক রায়ে বিতর্কিত জমির উপর রামমন্দির নির্মাণের রায়কে তাদের জয় হিসেবেই দেখছে বিজেপি সরকার। সেই ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে যোগী সরকার। ইতিমধ্যেই অযোধ্যা- সহ গোটা উত্তরপ্রদেশে একাধিক মূর্তি তৈরি করিয়েছেন যোগী আদিত্যনাথ। অযোধ্যাতেও সরযূ নদীর ধারে ভগবান রামের বিশাল মূর্তি তৈরি হওয়ার কথা। তার সঙ্গে যদি নির্বাচনের আগে রামমন্দির নির্মাণ হয়ে যায়, তাহলে নির্বাচনে জয় একরকম পাকা বলেই মনে করছে বিজেপি। সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা।