Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রাকসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়েতিন বছরের চুক্তিতে রাজস্থান থেকে ইস্টবেঙ্গলে এলেন মার্তান্ড রায়না'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশু

বলতে পারেন সব চোরের নাম মোদী কেন? প্রশ্নের খোঁচা রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতীয়তাবাদের হাওয়া নিজের পালে টানতে ব্যস্ত, তখন হাত গুটিয়ে বসে থাকলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে দলের সভা মঞ্চে দাঁড়িয়ে রাহুলও

বলতে পারেন সব চোরের নাম মোদী কেন? প্রশ্নের খোঁচা রাহুলের

শেষ আপডেট: 2 March 2019 06:53

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতীয়তাবাদের হাওয়া নিজের পালে টানতে ব্যস্ত, তখন হাত গুটিয়ে বসে থাকলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে দলের সভা মঞ্চে দাঁড়িয়ে রাহুলও কার্যত বিমান হামলাই করতে চাইলেন গেরুয়া শিবিরের কাণ্ডারীর বিরুদ্ধে। বললেন, বায়ুসেনার টাকা চুরি করেছেন নরেন্দ্র মোদী। প্রথমে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ওড়ানো তার পর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সাহসিকতা ও শৌর্য্যে এখন বুঁদ হয়ে আছে গোটা দেশ। তাই প্রধানমন্ত্রীর কথাতেও এ দিন যেমন ফিরে এসেছে অভিনন্দনের কথা, তেমনই রাহুলও এ দিন বলেন, “গত কয়েকদিনে গোটা দেশ দেখেছে কীভাবে ভারতীয় বায়ুসেনা ভারতের নিরাপত্তার স্বার্থে জীবন বাজি রেখে কাজ করেছে। গোটা দেশ তাদের জন্য গর্বিত। অথচ চৌকিদার সেই বায়ুসেনার থেকে তিরিশ হাজার কোটি টাকা চুরি করে অনিল আম্বানিকে দিয়েছে।” সন্দেহ নেই রাফাল কেলেঙ্কারির দিকেই আঙুল তুলতে চেয়েছেন রাহুল। পর্যবেক্ষকদের মতে, শুধু কংগ্রেস কেন, বিরোধীরা অনেকেই এখন বিজেপি-র রাজনীতি ধরে ফেলেছে। তাঁরা বুঝতে পারছেন, পাক বিরোধিতা তথা যুদ্ধের জিগির তুলে আসন্ন লোকসভা ভোটের তর্ককে প্রভাবিত করতে চাইছেন তিনি। ফলে মোদীর সেই খেলাকেও বুদ্ধিমত্তার সঙ্গেই মোকাবিলা করতে হবে। তাই মোদীর বিরুদ্ধে আঘাত হানতে গিয়ে কৌশলে বায়ুসেনাকে নিয়ে দেশের আবেগও এ দিন জড়িয়ে দিতে চেয়েছেন রাহুল। তবে সেখানেই থামেননি তিনি। তীক্ষ্ণ শ্লেষের সঙ্গে রীতিমতো তারিয়ে তারিয়ে বার বার চোর বলেছেন মোদীকে। রাঁচির সভায় এক সময়ে রাহুল প্রশ্ন তোলেন, আপনারা নীরব মোদীর কথা শুনেছেন, ললিত মোদীর কথা শুনেছেন? নীরব মোদীকে নরেন্দ্র মোদী ভাই সম্মোধন করেন। আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন, মেহুল ভাই, নীরব ভাই! আচ্ছা আমাকে একটা জিনিস বোঝান, এই সব চোরেদের নাম মোদী কেন? ললিত মোদী, নীরব মোদী, নরেন্দ্র মোদী। কংগ্রেসের এক নেতার কথায়, এটা ঠিকই মোদী লোকসভা ভোটের তর্ককে জাতীয়তাবাদের দিকে ঘোরাতে চাইছেন। এই বার্তা দিতে চাইছেন, যাঁরা তাঁর বিরোধিতা করছেন তাঁরা আসলে জাতীয়তাবাদীই নয়। কিন্তু কংগ্রেস ওঁর ফাঁদে পা দেবে না। কংগ্রেস চাইবে লোকসভা ভোটে রাজনৈতিক তর্কের বিষয় হয়ে উঠুক মোদীর প্রশাসনিক ব্যর্থতা। তাঁর ও তাঁর সরকারের দুর্নীতি। রাহুল গান্ধী সেই কৌশলেই এ দিন সমালোচনা করেছেন মোদীকে। https://twitter.com/ANI/status/1101798275122978816

ভিডিও স্টোরি