শেষ আপডেট: 10th February 2021 13:42
দ্য ওয়াল ব্যুরো: সংসদে কৃষক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদে ওয়াক আউট করল তৃণমূল, কংগ্রেস। এই আন্দোলনের পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তার জবাবেই এই ওয়াক আউট। এদিন সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের পরে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই কোভিড-১৯ নিয়ে বক্তব্যের পরে কৃষি আইনের প্রসঙ্গ টেনে আনেন মোদী। তিনি বলেন, “এই সরকার ও সংসদ সব সময় কৃষকদের সম্মান করে ও আগামী দিনেও করতে থাকবে।” এর আগে কৃষক আন্দোলন নিয়ে মোদীর বক্তব্যে ‘আন্দোলনজীবী’ ও ‘পরজীবী’ এই দুটি শব্দের প্রয়োগের বিরোধিতা করছিল বিরোধী দলগুলি। মোদীর সেই কথা নিয়ে এদিনও সংসদে রোল ওঠে। বারবার বিরোধীদের শান্ত থাকার বার্তা দিতে থাকেন স্পিকার ওম বিড়লা। তখনই মোদী বলেন, “কৃষি আইন কোনও কৃষকের ক্ষতির জন্য করা হয়নি। কোনও মাণ্ডি বন্ধ হচ্ছে না বা ন্যূনতম সহায়ক মূল্যও বন্ধ হচ্ছে না। কৃষি আইন করার পরে ন্যূনতম সহায়ক মূল্য আরও বেড়েছে। আর এখন কৃষকরা চাইলে নিজেদের ফসল যে কোনও জায়গায় বিক্রি করতে পারবেন।” কোনও বিরোধী দলের নাম না নিলেও বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আপনারা যতই চক্রান্ত করুন না কেন আপনারা ব্যর্থ হবেন। কারণ সত্যিটা ঠিক বেরিয়ে আসবে। কৃষি আইন বলবৎ হওয়ার পর থেকে কৃষকরা কোনও কিছু হারাননি।” তিনি আরও বলেন, “আজ কংগ্রেস একটা ভেঙে যাওয়া দল। তারা নিজেরাই সংশয়ে ভুগছে। তাই এই ধরনের দল দেশকে বা কাউকে সাহায্য করতে পারে না। আপনারা যদি বাইরের মতো সংসদের ভিতরেও চিৎকার করতে চান তাই করতে পারেন। কিন্তু মিথ্যার পিছনে লুকিয়ে থেকে কিছু হবে না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা শুরু করেন কংগ্রেস ও তৃণমূল সাংসদরা। আর তারপরেই সংসদ থেকে ওয়াক আউট করেন তাঁরা।