Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের আগে ঠিক এমনই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, চিনকে হুঁশিয়ারি লাদাখের বিজেপি সাংসদের

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে চিনা সেনা যা করেছে তার জবাব দেওয়ার সময় এসে গিয়েছে বলে হুঁশিয়ারি দিলেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল। ১৯৬২ সালের যুদ্ধে চিনের দখল নেওয়া আকসাই চিনও ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে বলেই দাবি তাঁর। উরিতে জ

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের আগে ঠিক এমনই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, চিনকে হুঁশিয়ারি লাদাখের বিজেপি সাংসদের

শেষ আপডেট: 18 June 2020 08:57

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে চিনা সেনা যা করেছে তার জবাব দেওয়ার সময় এসে গিয়েছে বলে হুঁশিয়ারি দিলেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল। ১৯৬২ সালের যুদ্ধে চিনের দখল নেওয়া আকসাই চিনও ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে বলেই দাবি তাঁর। উরিতে জঙ্গি হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছিলেন, লাদাখের হামলার পরেও ঠিক একই কথা বলেছেন তিনি। সেবার কিন্তু পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। এই কথা বলে চিনকে সতর্ক করেছেন লাদাখের সাংসদ। নামগিয়াল বলেন, "১৯৬২ সালে যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার এখন ক্ষমতায় নেই। এখন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রয়েছে। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকার সময় একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এবারও তিনি একই কথা বলেছেন। তাই চিনের সতর্ক থাকা উচিত।" সোমবার হামলার পরে প্রধানমন্ত্রী দেশবাসীকে জানিয়েছেন, জওয়ানদের এই বলিদান বৃথা যাবে না। সবকিছুর জবাব দেওয়া হবে। ভারত যুদ্ধ চায় না। কিন্তু অন্য দেশ যদি ভারতের উপর হামলা করে তাহলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। উরিতে জঙ্গি হামলার পরেও একই কথা বলেছিলেন মোদী। তারপরেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়। সেই প্রসঙ্গই এখানে টেনে এনেছেন লাদাখের বিজেপি সাংসদ। লাদাখের মানুষ ভারতীয় সেনার পাশে রয়েছে বলেই দাবি নামগিয়ালের। তিনি বলেন, "লাদাখের মানুষ ভারতীয় সেনা ও দেশের পাশে রয়েছে। দেশ যা ঠিক করবে সেটাই মেনে নেওয়া হবে। এখানকার মানুষ একবারে এই সমস্যার সমাধান চায়। শুধু লাদাখের মানুষই নয়, দেশবাসীও এই সমস্যার স্থায়ী সমাধান চান। কারণ আমরা চাই না রোজ রোজ সীমান্তে জওয়ানরা শহিদ হন। এতে সীমান্ত এলাকায় থাকা বাসিন্দাদের জীবন হানিরও সম্ভাবনা বাড়ে। তাই আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।" চিন বারবার ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করেছেন লাদাখের সাংসদ। নামগিয়াল বলেন, "১৯৬২ সালে চিন আমাদের থেকে ৩৭২৪৪ বর্গকিলোমিটার এলাকা ছিনিয়ে নিয়েছিল। সেই এলাকার নাম তারা দিয়েছে আকসাই চিন। আমার শুনলে হাসি পায়। আসলে ওটা চিনের বেআইনি অধিকৃত ভারতীয় ভূখণ্ড। এটা চিনের অধিকৃত লাদাখ। আমাদের দাবি বরাবর ছিল। এখনও আছে। এখন প্রশ্ন হল আমাদের এলাকা কি ফিরিয়ে আনা সম্ভব। আমি বলছি কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিশেষ করে আমাদের সেনার উপর আমার বিশ্বাস রয়েছে।"

ভিডিও স্টোরি