মোদী-নীতীশ ব্যস্ত সংকল্প র্যালিতে, নিহত জওয়ানের কফিন নিতে বিমানবন্দরে এলেন না কোনও এনডিএ নেতা
দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরে গিয়ে শহিদ জওয়ানদের কফিনে কাঁধ দিয়েছিলেন। দিল্লির পালাম বিমানবন্দরে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ফেব্রুয়ারি পাটনা বিমানবন
শেষ আপডেট: 3 March 2019 05:04
দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরে গিয়ে শহিদ জওয়ানদের কফিনে কাঁধ দিয়েছিলেন। দিল্লির পালাম বিমানবন্দরে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ফেব্রুয়ারি পাটনা বিমানবন্দরে পুলওয়ামার দুই শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কিন্তু শনিবার দেখা গেল ঠিক উল্টো ছবি। কাশ্মীরের কুপওয়ারাতে জঙ্গিদের গুলিতে নিহত জওয়ান পিন্টু কুমার সিংয়ের কফিন পাটনা পৌঁছলেও পাটনা বিমানবন্দরে এনডিএ জোটের কোনও নেতার দেখা মিলল না। সবাই তখন ব্যস্ত মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সংকল্প র্যালিতে'।
অনেকদিন পর একসঙ্গে মঞ্চে দেখা যাবে নীতীশ কুমার ও নরেন্দ্র মোদীকে। লোকসভা নির্বাচনের ঠিক আগে বিহারে এনডিএ জোটের শক্তি প্রদর্শনের জায়গা এই সংকল্প র্যালি। ২০০৫ সালের পর ফের জনতা দল ( ইউনাইটেড ) ও বিজেপি একসঙ্গে র্যালির আয়োজন করছে বিহারে। রবিবার সকালে মোদীকে অভ্যর্থনা জানাতে পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে পৌঁছে যান বিজেপি ও জেডিইউ নেতারা। গিয়েছিলেন নীতীশ কুমার নিজেও। সূত্রের খবর, এই র্যালির পরেই আসন্ন লোকসভায় বিহারের আসন সমঝোতা ঘোষণা করার কথা।

রবিবার সিআরপিএফ জওয়ানের দেহ এসে পৌঁছলে বিমানবন্দরে যান বেগুসরাইয়ের জেলাশাসক কুমার রবি, সিনিয়র পুলিশ অফিসার গরিমা মল্লিক, প্রদেশ কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা, লোক জনশক্তি দলের সাংসদ চৌধুরী মেহবুব আলি কাইসের এবং সিআরপিএফ-এর অফিসাররা। কংগ্রেস নেতা মদন মোহন ঝা বলেন, "আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি এসেছি শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে।" লোক জনশক্তি দলের সাংসদ চৌধুরী মেহবুব আলি কাইসের জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উচিত ছিল তিনি না আসতে পারলেও তাঁর ডেপুটিকে পাঠানো। তিনি হয়তো র্যালিতে ব্যস্ত। লোক জনশক্তি দলও বিহারে এনডিএ জোটের শরিক দল।
তবে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি নিহত জওয়ান পিন্টু কুমার সিংয়ের কাকা সঞ্জয় সিং। বেগুসরাইয়ের ধানচাক্কির বাসিন্দা জানান, "এটা খুব দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একবার আসার প্রয়োজনও মনে করলেন না।"
শুক্রবার থেকে কুপওয়ারার হান্দওয়ারাতে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। এই এনকাউন্টারেই নিহত হয়েছেন সিআরপিএফ জওয়ান পিন্টু কুমার সিং। রবিবার তাঁর দেহ কফিনবন্দি করে পাঠান হয় পাটনাতে। সেখান থেকে কফিন যাবে বেগুসরাইয়ের ধানচাক্কিতে পিন্টুর বাড়িতে। সেখানেই শেষকৃত্য হবে তাঁর।
আরও পড়ুন
https://thewall.in/news-state-subrata-bakshi-does-not-want-to-compete-in-2019-loksabha-election/