শেষ আপডেট: 29th August 2020 04:32
জয়েন্ট-নিট পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত, থাকার ব্যবস্থা ওড়িশা সরকারের, সংক্রমণ-বন্যার মধ্যে সিদ্ধান্ত
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের মধ্যেই সেপ্টেম্বর মাসে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জয়েন্ট ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিটের ঘোষণা করেছে কেন্দ্র। তার মধ্যে অনেক রাজ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময় পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তাই তাঁদের জন্য যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছে ওড়িশা সরকার। সম্পূর্ণ বিনামূল্যে এই বন্দোবস্ত করা হয়েছে। ওড়িশা সরকারের মুখ্যসচিব এ কে ত্রিপাঠি এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, “সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জয়েন্ট ও নিট পরীক্ষা রয়েছে। এই অবস্থায় রাজ্যের মধ্যে করোনা সংক্রমণ ও বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত ও থাকার ব্যবস্থা করা হবে। ভুবনেশ্বর, কটক-সহ ওড়িশার সাতটি শহরের ২৬টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। তাঁদের সবার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে।” ত্রিপাঠি আরও বলেন, “সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে জয়েন্ট পরীক্ষা হবে। তাই জেলা প্রশাসন, পুলিশ ও আঞ্চলিক পরিবহণ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত ও থাকার বন্দোবস্ত করার জন্য। তার জন্য ৩১ অগস্টের মধ্যে নোডাল আইটিআই প্রিন্সিপ্যালদের কাছে গিয়ে নিজেদের তথ্য দিতে হবে পরীক্ষার্থীদের। তাহলেই তাঁদের সব ব্যবস্থা করা হবে সরকারের তরফে।” পরীক্ষার দিনে যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা কমানো হবে বলেও জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। তিনি বলেন, “পরীক্ষার্থীরা সব জায়গায় তাঁদের অ্যাডমিট কার্ড দেখাবেন। এই অ্যাডমিট কার্ডকেই তাঁদের পাস হিসেবে মনে করা হবে। সরকার বাসের বন্দোবস্ত করবে। এই বাসে করেই পরীক্ষার্থীদের বিভিন্ন আইটিআই, পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে রাখা হবে। তারপর সেখান থেকে পরীক্ষা কেন্দ্রেও পৌঁছে দেওয়া হবে। তবে তার জন্য নিজেদের বাড়ি ও পরীক্ষা কেন্দ্রের সব তথ্য জানাতে হবে পরীক্ষার্থীদের।” জানা গিয়েছে, প্রতিটি জেলায় একটি আইটিআই কলেজের প্রিন্সিপ্যালকে নোডাল অফিসার করা হয়েছে। তাঁর কাছে গিয়েই নিজেদের যাবতীয় তথ্য জমা দেবেন পরীক্ষার্থীরা। সেই তথ্য সরকারের কাছে চলে আসবে। সেই তথ্য অনুযায়ীই ব্যবস্থা নেবে সরকার। জয়েন্ট ও নিট দুই পরীক্ষার পরীক্ষার্থীদের জন্যই এই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ওড়িশা সরকার।