শেষ আপডেট: 30th May 2020 14:36
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ দফার লকডাউনে সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত নাইট কার্ফু জারি করেছিল কেন্দ্রীয় সরকার। রবিবার শেষ হচ্ছে লকডাউন চারের মেয়াদ। শনিবার সন্ধেবেলা পঞ্চম দফার লকডাউনের গাইডলাইন ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে বলা হয়েছে, রাত্রি ন'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে নাইট কার্ফু। অর্থাৎ ৩০ জুন পর্যন্ত ১২ ঘণ্টার বদলে আট ঘণ্টা চলবে এই কড়াকড়ি। কেন্দ্রের তরফে স্পষ্টই বলা হয়েছে, এই সময়ের মধ্যে জরুরি কোনও কাজ ছাড়া রাস্তায় বেরোনো যাবে না। স্থানীয় প্রশাসনকে তার এক্তিয়ারাধীন এলাকায় ১৪৪ ধারা জারি করে নাইট কার্ফু কার্যকর করতে হবে। এ ব্যাপারে কোনও শিথিলতা চলবে না। প্রসঙ্গত, সারা দেশে চতুর্থ দফার লকডাউনে নাইট কার্ফু চললেও বাংলায় তা হয়নি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কার্ফু শব্দটা সাম্প্রদায়িক হানাহানির সময়েই একমাত্র ব্যবহার করা হয়। কার্ফু বলে তাঁর সরকার মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে না। তবে এই সময়ে কড়াকড়ি যে থাকবে তা স্পষ্ট করেছিলেন মমতা। বলেছিলেন, বাড়িতে থাকুন, আনন্দে থাকুন। এদিন পঞ্চম দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে ৮ জুন থেকে শপিংমল, রেস্তোরাঁ, ধর্মীয়স্থান খোলা যাবে। তবে কোথাওই বড় জমায়েত করা যাবে না। সেই সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্বের বিধিও। কন্টেইনমেন্ট জোনে জরুরি পরিষেবা ছাড়া বাদবাকি সব কিছু বন্ধ থাকবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়েছে। কন্টেইনমেন্ট জোন কতটা এলাকা জুড়ে থাকবে তা রাজ্য ও সংশ্লিষ্ট জেলা প্রশাসন ঠিক করে নেবে।