Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখলেন মুখ্যমন্ত্রী, বার্তা মন্ত্রী-বিধায়কদেরওসাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুর

লতা এখনও হাসপাতালে! তবে ভালো আছেন, জানাল পরিবার

দ্য ওয়াল ব্যুরো: গত ১১ নভেম্বর আচমকাই জানা গিয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শোনা গিয়েছিল, অবস্থা বেশ গুরুতর তাঁর। রাখা হয়েছে আইসিইউতে। ভেন্টিলেশনে রয়েছেন সুরসম্রাজ্ঞী এমন খবরও রটে গিয়েছিল নি

লতা এখনও হাসপাতালে! তবে ভালো আছেন, জানাল পরিবার

শেষ আপডেট: 26 November 2019 07:36

দ্য ওয়াল ব্যুরো: গত ১১ নভেম্বর আচমকাই জানা গিয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শোনা গিয়েছিল, অবস্থা বেশ গুরুতর তাঁর। রাখা হয়েছে আইসিইউতে। ভেন্টিলেশনে রয়েছেন সুরসম্রাজ্ঞী এমন খবরও রটে গিয়েছিল নিমেষে। তবে পরে হাসপাতাল সূত্রে জানা যায় শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। ঘটনা এখানেই শেষ নয়। লতা মঙ্গেশকরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়া নিয়েও শুরু হয় জল্পনা। সংবাদ সংস্থা এএনআই সেসময় দাবি করেছিল যে ১১ নভেম্বর বিকেলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। তবে পরিবারের তরফে তখন জানানো হয় হাসপাতালেই নাকি রয়েছেন তিনি। লতা মঙ্গেশকর আদৌ হাসপাতালে আছেন নাকি তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে তা নিয়ে ওই সময় কোনও মন্তব্য করেনি ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সম্প্রতি লতা মঙ্গেশকরের পরিবারের তরফে জানানো হয়েছে যে এখনও হাসপাতালেই রয়েছেন তিনি। প্রায় দু'সপ্তাহ আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যদিও হাসপাতালে থাকলেও এখন বেশ ভালই রয়েছেন সুরসম্রাজ্ঞী। তেমনটাই দাবি করেছেন লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা শাহ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রচনা বলেন, "উনি ভাল আছেন। আমরা খুব খুশি।" কিন্তু কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন লতা মঙ্গেশকর? প্রশ্নের জবাবে রচনা শাহ জানিয়েছেন, "ওঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেটা এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওঁর শরীর কেমন থাকছে সেই ব্যাপারেই নজর রয়েছে আমাদের।" গত ১১ নভেম্বর সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয় লতা মঙ্গেশকরের। এরপর সেদিন দুপুর দেড়টা নাগাদ তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। গত ২৮ সেপ্টেম্বর ছিল লতা মঙ্গেশকরের ৯০তম জন্মদিন।

ভিডিও স্টোরি