শেষ আপডেট: 17th May 2020 02:57
দ্য ওয়াল ব্যুরো: দেড় বছরের শিশুকে অপহরণ করা হয়েছিল হায়দরাবাদে। পুলিশ শিশুটিকে উদ্ধারের পর তার নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনা জানতে পারার পরেই ২২ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। জানা গিয়েছে, বুধবার একজন মহিলা পুলিশে অভিযোগ করেন, তিনি যখন ঘুমোচ্ছিলেন তখন তাঁর সন্তানকে কেউ তুলে নিয়ে গিয়েছে। ২২ বছরের ওই মহিলা ফুটপাতেই থাকেন। এই অভিযোগ পাওয়ার পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ইব্রাহিম নামের ২৭ বছরের এক যুবক শিশুটিকে ফল ও চকলেটের লোভ দেখিয়ে নিজের বাইকে তুলে নিয়ে গিয়েছে। এই ঘটনার পরেই ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ। ইব্রাহিম জানায়, তার স্ত্রীর একটি জটিল রোগের জন্য কোনও সন্তান জন্ম হওয়ার পরে বেশিদিন বাঁচেনি। তাই এই শিশুটিকে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল সে। নিজের সন্তানের মতো বড় করার জন্য। অন্য কোনও খারাপ উদ্দেশ্য তার ছিল না।