শেষ আপডেট: 23rd September 2020 12:34
দ্য ওয়াল ব্যুরো: পার্লামেন্ট, সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, পাঞ্জাব-হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের রাজপথে কৃষকদের আন্দোলনের পর এবার কৃষি বিল নিয়ে মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টে। বুধবার কেরলের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। পিনারাই বিজয়নের ক্যাবিনেট বৈঠকে ঠিক হয়েছে, রাজ্য সরকারের তরফে কৃষি বিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। দু'এক দিনের মধ্যেই দেশের শীর্ষ আদালতে এই পিটিশন দাখিল করতে চলেছে কেরলের বাম সরকার। কেরল সরকারের তরফে এ নিয়ে বুধবার সন্ধে পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে একাধিক মন্ত্রী বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন সংবাদমাধ্যমে। মূলত, কৃষি বিল পাশের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করছে বিজয়ন সরকার। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার সাংবিধানিক সমস্ত রীতিনীতিকে জলাঞ্জলি দিয়েছে। গায়ের জোরে এই বিল পাশ করানো হয়েছে। কেরল সরকারের এক মন্ত্রী তথা সিপিএমের কেরল রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সংবাদমাধ্যমে বলেন, "কৃষক বিলের বিরুদ্ধে দুটো লড়াই সমান্তরাল ভাবে লড়তে হবে। একটা হচ্ছে, রাজনৈতিক। অর্থাৎ এর কী সাংঘাতিক অভিঘাত হতে চলেছে তা নিয়ে জনমত গঠন করা এবং দুই সংবিধান বাঁচানোর লড়াই।" দু'দিন আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর ফেসবুক পোস্টে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কেরল তথা দেশের কৃষকরা এর শেষ দেখে ছাড়বেন। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা হবে এই বিল প্রত্যাহারের জন্য।" এমনিতে কেরলে বামেদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। এতটাই বৈরিতার সম্পর্ক যে নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে কংগ্রেস সভানেত্রী সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে আমন্ত্রণ জানালেও বিজয়নকে জানাননি। জানা গিয়েছিল, কেরল কংগ্রেসের আপত্তিতেই বাম সরকারের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি। তবে এবার কৃষি বিল নিয়ে বিজয়ন সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণের রাজ্যটির প্রদেশ কংগ্রেস।