শেষ আপডেট: 9th May 2020 06:35
দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পর থেকেই বন্ধ রেস্তোঁরা-পাব-বার। এবার এই সব জায়গা থেকে মদ বিক্রি করা যাবে বলে জানাল কর্নাটক সরকার। তবে নির্ধারিত দামেই মদ বিক্রি করতে হবে তাদের। রাজস্ব বাবদ আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়ে কর্নাটক সরকার। শুক্রবার ইয়েদুরাপ্পা সরকারের তরফে এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, “কর্নাটক সরকার সব রেস্তোঁরা, পাব ও বার মালিকদের অনুমতি দিচ্ছে নির্ধারিত দামে মদ বিক্রি করতে পারবেন তাঁরা। শনিবার থেকে ১৭ মে পর্যন্ত এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে সেখান থেকে ক্রেতাদের মদ কিনে বাড়ি আসতে হবে। বসে খাওয়ার অনুমতি নেই।” কর্নাটক সরকারের তরফে আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ক্রেতাদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তা মানতে হবে। কোথাও সেই নির্দেশিকা ভাঙা হচ্ছে কিনা, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সংক্রমণ না ছড়িয়েও যাতে রাজ্যের রাজস্ব বাবদ আয় বাড়ানো যায়, তার জন্য সচেষ্ট প্রশাসন। গত সোমবার থেকে দেশের সব রাজ্যে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। অবশ্য কন্টেইনমেমেন্ট এলাকা ও রেড জোনে খোলা যাবে না দোকান। দোকান খুললেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও দোকানের বাইরে একসঙ্গে পাঁচজনের বেশি লাইন দিতে পারবেন না বলেই জানানো হয়েছে। তারপরেই গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার কর্নাটকে প্রায় ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।