শেষ আপডেট: 12th May 2019 10:04
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই বাংলায় লেখা আইসিস-এর বার্তা দেখা গিয়েছিল। লেখা ছিল, "শীঘ্রই আসছে। ইনশাল্লাহ।" তারপরে ভারতের গোয়েন্দা সংস্থা রাজ্যকে সতর্ক করে, বুদ্ধপূর্ণিমার দিন বাংলায় নাশকতা ঘটাতে পারে আইসিস। এ বার জানা গেল, ভারতে ইতিমধ্যেই একটা শাখা খুলে ফেলেছে আইসিস। এই শাখার মাধ্যমেই গোটা দেশে সন্ত্রাস চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। শনিবার আমাক নিউজ এজেন্সি নামের একটি সংবাদমাধ্যমের মাধ্যমে এই খবর প্রকাশ করে আইসিস। জানানো হয়, 'উইলায়াহ্ অফ হিন্দ' নামে একটি শাখা খুলেছে আইসিস। আরবী ভাষায় এই কথার মানে হলো 'ভারতীয় প্রদেশ'। সাইট ইন্টেল গ্রুপের ডিরেক্টর রিটা কাট্জ টুইটারে পোস্ট করেছেন, "আইসিস ঘোষণা করেছে ভারতে নতুন শাখা খুলেছে তারা। ইতিমধ্যেই আমসিপোরাতে ভারতীয় সেনার সঙ্গে লড়াই হয়েছে তাদের। এই শাখার মাধ্যমেই ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে তারা। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে আইসিস-এর অনেক সদস্য আছে। তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করছে আইসিস।" এই সাইট গ্রুপ আইসিস-এর গতিবিধির উপর নজর রেখে চলা একটি সংস্থা। সূত্রের খবর, এই মুহূর্তে আইসিস-এর তরফে বিশেষ কিছু বলা হয়নি। তারা চাইছে অতর্কিতে হামলা করতে। বেশি কিছু জানাজানি হয়ে গেলে ভারতের গোয়েন্দা সংস্থা সতর্ক হয়ে যেতে পারে, এমনটাই ধারণা এই জঙ্গি সংগঠনের। আর তাই চুপিসাড়ে নিজেদের পরিকল্পনা করে তা বাস্তবায়িত করতে তারা উদ্যোগী। জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুব সম্প্রদায়কে নিজেদের দলে ঢোকানোর চেষ্টা করছে তারা। ভারত থেকে মধ্য পূর্ব এশিয়ায় নিজেদের শক্তি আরও বাড়াতে চায় আইসিস। কয়েকদিন আগে একটা ভিডিয়ো বার্তায় আইসিস প্রধান আবু বকর আল-বাগদাদি এই ধরণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। জানা গিয়েছে, কাশ্মীরের বেশ কিছু এলাকা বিশেষ করে সোপিয়ানে নিজেদের কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছে আইসিস। ইতিমধ্যেই কাশ্মীরে সক্রিয় অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ তৈরি করে অস্ত্র আদান-প্রদানের কাজ করছে তারা। তবে কাশ্মীর পুলিশের তরফে এ কথা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা বজায় আছে। যে কোনও রকমের পরিস্থিতি মোকাবিলা করতে তাঁরা তৈরি।