শেষ আপডেট: 13th December 2018 07:55
মেহুল চোকসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইন্টারপোলের, উনিশের যুদ্ধের আগে মরিয়া মোদী
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ মাথায় নিয়ে ফেরার লিকার ব্যারন বিজয় মালিয়াকে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক দৌত্যে সফল হয়েছে নয়াদিল্লি। কদিন আগে ব্রিটেনের আদালত মালিয়াকে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে টেরেসা মে প্রশাসনকে। উনিশের ভোটের আগে এ বার সেলিব্রিটি হীরে ব্যবসায়ী নীরব মোদী এবং আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদীকে গ্রেফতার করে দেশে ফেরানোর জন্য মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই ভাবে ১৩ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে গুজরাতি ব্যবসায়ী মেহুল চোকসিকেও গ্রেফতারে অতি সক্রিয় হয়েছে নয়াদিল্লি। সূত্রের খবর, সিবিআইয়ের অনুরোধে মেহুল চোকসিকে খুঁজে বের করতে ওয়ারেন্ট জারি করেছে ইন্টারপোল। বিপুল অঙ্কের ব্যাঙ্ক জালিয়াতি করে মেহুল চোকসি এবং তাঁর ভাইপো নীরব মোদী দু’জনেই দেশ ছেড়ে পলাতক। মোদীর জন্য চাপের হল, এই দুই ব্যবসায়ীই একদা তাঁর ও বিজেপি নেতাদের অনেকেরই ঘনিষ্ঠ ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-র মেয়ে-জামাই ছিলেন মেহুল চোকসির আইনি পরামর্শদাতা। ফলে নীরব-চোকসি পালিয়ে যাওয়ার ঘটনায় কেন্দ্রের সরকারের উপর চাপ তো রয়েছেই। তা ছাড়া ক্ষমতায় আসার পর ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’ বলে যে স্লোগান তুলে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন মোদী তার বেলুনও এ ঘটনায় অনেকটাই চুপসে গিয়েছে।