শেষ আপডেট: 26th June 2020 12:29
দ্য ওয়াল ব্যুরো: অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হলেও আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা এখুনি চালু হচ্ছে না বলেই জানিয়ে দিল কেন্দ্র। আগামী ১৫ জুলাই পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকবে বলেই জানিয়ে দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র যাত্রী বিমান বন্ধ থাকবে। কার্গো বিমানের চলাচলে কোনও বাধা নেই। যে বিশেষ বিমানগুলি চলাচল করছে, অর্থাৎ অনুমোদিত বিমানের চলাচলের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছে কেন্দ্র। এই সংক্রান্ত একটি নির্দেশিকা সব রাজ্য ও বিমান সংস্থাগুলির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে গত মার্চ মাসে বন্ধ হয়ে যায় সব রকমের বিমান পরিষেবা। প্রায় দু’মাস বন্ধ থাকার পরে গত ২৫ মে অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হয়েছে। কিন্তু আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা এখুনি চালু করা হবে না বলেই জানাল কেন্দ্র। গত সপ্তাহে অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, জুলাই মাসে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা কবে চালু হবে। যদি পরিবেশ ঠিক থাকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, তাহলে আগামী মাসের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারব। কিন্তু সেই সিদ্ধান্ত অসামরিক বিমানমন্ত্রক নেবে না। ঘরোয়া পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র এই সিদ্ধান্ত নেবে।” আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু না করার ব্যাপারে এখনও কেন্দ্রের কাছে দরবার করছে রাজ্যগুলি। অনেক রাজ্য তো ঘরোয়া বিমান পরিষেবাও বন্ধ রাখার অনুরোধ করেছে কেন্দ্রের কাছে। বিমান পরিষেবা শুরু হওয়ার পরে সংক্রামিতের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছে অনেক রাজ্য। শুক্রবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশি বিমান বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, বিদেশ থাকা আসা যাত্রীদের থেকে সংক্রমণ ছড়াচ্ছে। তাই এই সময় বিমান বন্ধ রাখা উচিত। এমনকি যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি ছড়িয়েছে সেখান থেকেও বিমান চলাচল কিছুদিন বন্ধ রাখা উচিত বলে দাবি জানিয়েছেন তিনি।