Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'

বালাকোট স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ কমেছে ৪৩ শতাংশ, সংসদে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বালাকোটে বায়ুসেনার বিমানহানার পর নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ এক ধাক্কায় ৪৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার লোকসভার অধিবেশনে একটি প্রশ্নের জবাবে রাই বলেন, “দৃশ্যতই

বালাকোট স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ কমেছে ৪৩ শতাংশ, সংসদে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

শেষ আপডেট: 9 July 2019 06:10

দ্য ওয়াল ব্যুরো: বালাকোটে বায়ুসেনার বিমানহানার পর নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ এক ধাক্কায় ৪৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার লোকসভার অধিবেশনে একটি প্রশ্নের জবাবে রাই বলেন, “দৃশ্যতই এখন দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গত ফেব্রুয়ারিতে বালাকোটে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর উপত্যকায় অনুপ্রবেশ কমেছে ৪৩ শতাংশ।” পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর ১২ দিনের মাথায় প্রত্যাঘাত করেছিল ভারত। বায়ুসেনার ১১টি মিরাজ-২১ বিমান পাকিস্তানের ভিতরে ঢুকে গুঁড়িয়ে দিয়ে এসেছিল জইশের হেড কোয়ার্টার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। সেই কারণেই এত কম সময়ে অনুপ্রবেশে এতটা কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে।” একই সঙ্গে একটি লিখিত প্রশ্নের জবাবে অমিত শাহের অন্যতম সহকারী জানিয়েছেন, একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ রুখতে। ফেন্সিং-এর উন্নতি, নিরাপত্তাবাহিনীর যন্ত্রাংশে আরও প্রযুক্তিগত উন্নতি, এবং সীমান্ত পাহাড়ায় সর্বদা সক্রিয় থাকা। মন্ত্রীর বক্তব্য, এ সবকটিই সমান্তরাল ভাবে চালানোর চেষ্টা হচ্ছে। সপ্তাহ দুয়েক আগেই কাশ্মীরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি দেখে এবং প্রশাসনের সঙ্গে কথা বলে শাহ বলেছিলেন ৬ মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট হবে। প্রসঙ্গত, লোকসভার সঙ্গেই তেলেঙ্গানা, ওড়িশার মতো কাশ্মীরেও বিধানসভা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থির কারণে তা পিছিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। তবে এখন যে পরিস্থিতি পাল্টেছে তা আরও একবার দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

ভিডিও স্টোরি