শেষ আপডেট: 2nd April 2020 13:54
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিজামুদ্দিনের মসজিদে জমায়েতকারীদের খোঁজ চলছে দেশজুড়ে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের অন্তত ৪০০ করোনা আক্রান্তের যোগাযোগ ছিল ওই জমায়েতের সঙ্গে। আর এই খোঁজ করতে গিয়েই বিহারে ৭০ জন বিদেশি ধর্মযাজকের সন্ধান পাওয়া গিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে তাঁরা থাকছিলেন বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় চিন্তায় বিহার প্রশাসন। জানা গিয়েছে, নিজামুদ্দিনের ওই জমায়েতে ১৩০০ বিদেশি-সহ প্রায় ৯০০০ মানুষ গিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে বিহার থেকে ৮৬ জন গিয়েছিলেন বলে খবর। তাঁদের মধ্যে বেশিরভাগকেই দিল্লিতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। একজনকে বিহারে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। এই জমায়েতে অংশ নেওয়া ৫৭ জন বিদেশির খোঁজ করছে বিহার প্রশাসন। তাদের মধ্যে এখনও পর্যন্ত ৩৫ জনকে চিহ্নিত করা গিয়েছে। আর এত খোঁজ করতে গিয়েই আরও ৭০ বিদেশি ধর্মযাজকের খোঁজ মিলেছে। তাঁরা কেউ নিজামুদ্দিনের জমায়েতে যাননি। তবে তাঁদের প্রত্যেককেই কোয়ারেন্টাইনে রেখেছে বিহার পুলিশ। জানা গিয়েছে, এই ৭০ বিদেশি ধর্মযাজক গত তিনমাস ধরে বেআইনিভাবে ভারতে রয়েছেন। কিন্তু তাঁদের কাছে কাগজপত্র বিশেষ কিছু নেই। কোন দেশ থেকে কবে তাঁরা এসেছেন, কী কারণেই বা এসেছেন সে সম্পর্কে বিশেষ কিছু জানা যাচ্ছে না। এই কয়েক মাসে ভারতের একাধিক জায়গায় তাঁরা গিয়েছেন বলে জানা গিয়েছে। আর এই খবরেই চিন্তায় প্রশাসন। তাঁদের মধ্যে কারও শরীরে করোনাভাইরাসের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। এখনও পর্যন্ত বিহারে করোনা আক্রান্তের সংখ্যা ২৩। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এবার এই বিদেশিদের সঙ্গে কারা সরাসরি সংস্পর্শে এসেছিলেন তারও খোঁজ করছে পুলিশ।