শেষ আপডেট: 24th May 2020 04:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গতকাল আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৬৬৫৪। এতদিন পর্যন্ত একদিনের বৃদ্ধিতে এটাই ছিল সর্বাধিক। সেই সংখ্যাও টপকে গেল রবিবার। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৭৬৭। এখনও পর্যন্ত ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃদ্ধি দেখা গিয়েছে আজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রবিবার, ২৪ মে, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩১,৮৬৮। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৬৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪৭ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৪৪১ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৫৭ জন নতুন করে সুস্থ হয়েছেন। অর্থাৎ ভারতে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৪১.২৮ শতাংশ। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৩৫৬০। ভারতে আক্রান্তের সংখ্যায় সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৪৭১৯০। মৃত্যু হয়েছে ১৫৭৭ জনের। অর্থাৎ ভারতের মোট আক্রান্তের ৩৫.৭৮ শতাংশ ও মোট মৃত্যুর ৪০.৭৮ শতাংশ শুধুমাত্র এই একটি রাজ্য থেকেই হয়েছে। মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫৫১২। মৃত্যু হয়েছে ১০৩ জনের। পশ্চিমের রাজ্য গুজরাতে আক্রান্ত হয়েছেন ১৩৬৬৪ জন। মৃত্যু হয়েছে ৮২৯ জনের। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১২৯১০। মৃত্যু হয়েছে ২৩১ জনের। ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে টেস্টের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এখনও এই আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানানো হয়েছে। কয়েকটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাকি রাজ্যগুলিতে তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সেইসঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। এই সুস্থতার হার যথেষ্ঠ ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।