শেষ আপডেট: 11th February 2021 15:06
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ও চিনা সেনার মধ্যে ন’দফার বৈঠকের পরে অবশেষে সেনা প্রত্যাহার করতে শুরু করল চিন। বৃহস্পতিবারই দুই সেনার কম্যান্ডাররা একটা বৈঠক করে করমর্দনের পরে সেনা সরানোর কাজ শুরু করেন। তার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একের পর এক ট্যাঙ্কার সরে যাচ্ছে লাদাখ থেকে। বুধবার চিনের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্যাঙ্গং হ্রদের উত্তর ও দক্ষিণ ভাগ থেকে সেনা সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে চিন। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যুদ্ধট্যাঙ্কও। চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উ কিয়ানের বক্তব্য তুলে ধরে চিনের মিডিয়া জানায়, ভারতীয় সেনার সঙ্গেই ডিসএনগেজমেন্টের প্রক্রিয়া শুরু করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। মূলত উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং থেকেই সেনা সরানো হচ্ছে। সামরিক অস্ত্রশস্ত্রও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। https://twitter.com/ANI/status/1359820880134635520?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1359820880134635520%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fvideo-disengagement-started-in-ladakh-327117.html ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ক’দিন আগেই বলেছিলেন, দুই দেশের শান্তি আলোচনার মাঝেই লাগাতার বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে চিন। এবার সীমান্ত থেকে সেনা না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারত শান্তি চায়, তাই চুপ আছে। কিন্তু একে দুর্বলতা ভেবে নিলে মুশকিল। সীমান্ত আগ্রাসনের চেষ্টা হলে তার প্রতিক্রিয়া ভয়ানক হতে পারে। সূত্র বলছে, উত্তর প্যাঙ্গং থেকে নাকি কিছুটা পিছু হটেছে চিনের বাহিনী। হ্রদের উত্তর তীরের পরে দক্ষিণ ভাগের পাহাড়ি এলাকা থেকেও সেনা সরানো হবে। চিনের বাহিনীর মোকাবিলায় প্যাঙ্গং সংলগ্ন এলাকায় ভারত যে বিশাল সেনা মোতায়েন করেছিল তার সংখ্যাও কমানো হবে। তবে প্যাঙ্গংয়ের পাহাড়ি রেঞ্জ থেকে সেনা সরাতে বলে চিন নতুন করে ফাঁদ পাততে পারে বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চিন সেনা সরানো শুরু করলে, পিছিয়ে আসতে হবে ভারতীয় বাহিনীকেও। সেই সুযোগে ফের আগ্রাসনের চেষ্টা করতে পারে লাল সেনা, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিছুদিন আগেই ভারতীয় সেনা সূত্রে খবর মিলেছিল, ৩৪৮৮ কিলোমিটার জুড়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসি বরাবর সেনার সংখ্যা আরও বাড়চ্ছে চিন। সেনার বিন্যাসও বদলাচ্ছে তারা। সেই সঙ্গেই আধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করার কাজ চলছে। ভারতের বাহিনী খবর দিয়েছে, নতুন করে রাইফেল ডিভিশন মোতায়েন করছে চিনের লাল সেনা। হাউইৎজার কামান সাজাতে দেখা গিয়েছে তাদের। ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায় এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে চিনের সেনা। অন্তত সাড়ে তিনশো যুদ্ধ ট্যাঙ্ক তারা নিয়ে এসেছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। টাইপ-৯৯ এর মতো আধুনিক যুদ্ধ ট্যাঙ্কও রয়েছে তাদের সঙ্গে। তবে ভারতীয় সেনারা জানাচ্ছে, চিনের স্ট্র্যাটেজির সঙ্গে খুব ভালভাবেই পরিচিত ভারত। তাই প্রতি মূহূর্তেই সতর্ক নজর রাখা হবে চিনের বাহিনীর ওপরে।