শেষ আপডেট: 22nd January 2021 14:16
দ্য ওয়াল ব্যুরো: কোভিশিল্ড টিকা তৈরির ইউনিটে কোনও ক্ষতি হয়নি, কিন্তু মঞ্জরী কমপ্লেক্সের অন্যান্য টিকা তৈরির ইউনিটগুলির ক্ষতি হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। সেরাম কর্তা বলেছেন, অগ্নিকাণ্ডের জেরে কম করেও হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। সেই সঙ্গে বিসিজি ও রোটাভাইরাস ভ্যাকসিন তৈরি ও স্টোর করে রাখার ইউনিটগুলি আগুনে পুড়ে গেছে।
আদর বলেছেন, মঞ্জরী কমপ্লেক্সের ১ নম্বর টার্মিনাল গেটের কাছে যে নির্মীয়মাণ বাড়িটিতে আগুন লাগে, সেটি সম্পূর্ণ অন্য পরিকাঠামোয় তৈরি করা হচ্ছিল। ভ্যাকসিন উৎপাদন ও সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রাখা হত ওই বাড়িটিতে। ভ্যাকসিন স্টোর করে রাখার অনেকগুলি ইউনিটও ছিল ওই বিল্ডিংয়ে। সে সব পরিকাঠামো আগুনে পুড়ে গেছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন বাড়িটি ছিল ৭ তলা। আগুনে তিনটি ফ্লোর পুড়ে গেছে। এই তিনটি ফ্লোরে বিসিজি ও রোটাভাইরাস ভ্যাকসিন তৈরির নতুন ইউনিট বানানো হচ্ছিল। সেসবই নষ্ট হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টো নাগাদ আগুন লাগে সেরাম ইনস্টিটিউটের মঞ্জরী কমপ্লেক্সের নির্মীয়মাণ বাড়িটিতে। সাড়ে ৪টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এই কয়েক ঘণ্টায় বাড়ির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে জানিয়েছেন পুনাওয়ালা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন, ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। চারপাশে অনেক দাহ্য বস্তু ছড়ানো ছেটানো ছিল। সেখান থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই দুর্ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেছেন, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আর কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও দেখা হচ্ছে। এদিন দুর্ঘনাস্থল পরিদর্শে যান রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পরিবহণ মন্ত্রী আদিত্য ঠাকরে, শ্রমমন্ত্রী দিলীপ ওয়ালসে পটেল। মৃত শ্রমিকদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে সেরাম ইনস্টিটিউট।