শেষ আপডেট: 10th January 2021 08:35
দ্য ওয়াল ব্যুরো: এক মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহার ও কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করছেন তাঁরা। এই বিক্ষোভ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি বিধায়ক। তাঁর দাবি, আন্দোলনরত কৃষকরা বিরিয়ানি খেয়ে দিল্লিতে বার্ড ফ্লু ছড়াচ্ছে। যারা কৃষকদের এই কাজে সাহায্য করছে তাদের জঙ্গি, ডাকাত ও চোর বলেও উল্লেখ করেছেন তিনি। রাজস্থানের রামগঞ্জের বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার একটি ভিডিও বার্তায় কৃষকদের আক্রমণ করেছেন। তাঁর দাবি, কৃষকদের দেশের মানুষের প্রতি কোনও চিন্তাভাবনা নেই। তারা পিকনিক করতে সেখানে এসেছে। দিলাওয়ার বলেন, “ওরা বিরিয়ানির মজা নিচ্ছে। ওরা কাজুবাদাম খাচ্ছে। ওরা সব দিকে এনজয় করছে। ওদের পোশাক বদলে যাচ্ছে। হতে পারে ওদের মধ্যেই অনেক জঙ্গি লুকিয়ে আছে। চোর-ডাকাতও আছে। তারা কৃষকদের শত্রুও হতে পারে।” এখানেই থেমে থাকেননি দিলাওয়ার। তিনি আরও বলেন, “আমার মনে হয় সরকার যদি আগামী কয়েক দিনের মধ্যে ওদের জোর করে সরিয়ে না দেয় তাহলে দেশে বার্ড ফ্লু-র সমস্যা শুরু হবে।” দিলাওয়ারের এই মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। রাজস্থানের কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসরা টুইট করে প্রশ্ন করেন, “আপনার লজ্জা হওয়া উচিত। যারা আপনাকে খাবার দেয় তাদের আন্দোলনকে আপনি পিকনিক বলছেন। বলছেন তাঁরা বার্ড ফ্লু-র জন্য দায়ী। এই ধরনের মন্তব্যেই বিজেপির মানসিকতা প্রকাশ পাচ্ছে।” https://twitter.com/GovindDotasra/status/1347802952174485505?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1347802952174485505%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Ffarm-law-protesters-eating-biryani-to-spread-bird-flu-says-bjp-leader-2350254 এক মাসের বেশি সময় ধরে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কৃষকরা দিল্লিতে আন্দোলন করছেন। তাঁদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে বেশিরভাগ বিরোধী দল। ইতিমধ্যেই অনেক এনজিও এগিয়ে এসেছে কৃষকদের সাহায্যে। তাঁদের খাবার, আশ্রয়, জল, ওষুধ প্রভৃতি দিয়ে সাহায্য করা হচ্ছে। যদিও কৃষকদের এই আন্দোলনকে আগেও কটাক্ষ করেছেন বিজেপির অনেক নেতা।