শেষ আপডেট: 24th April 2020 12:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতে লকডাউনের মেয়াদ ৩০ দিন পেরিয়েছে। এই ৩০ দিনে সংক্রমণের মাত্রা ঠিক কী হয়েছে, তা পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু তারপরেও মানুষের মনে প্রশ্ন জাগছে, দিন দিন তো আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাহলে লকডাউনের প্রভাব কবে থেকে দেখা যাবে। সেই ব্যাপারেই শুক্রবার জানালেন নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পাল। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান ভি কে পাল। নীতি আয়োগের এই সদস্য বলেন, “এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তার কারণ অবশ্যই টেস্টিং। টেস্ট বেশি হচ্ছে বলে আক্রান্তের খোঁজও পাওয়া যাচ্ছে বেশি। কিন্তু এই আক্রান্তের সংখ্যা এর থেকে বেশি আর বাড়বে না। আমরা আশা করছি মে মাসের প্রথম সপ্তাহ থেকেই লকডাউনের প্রভাব দেখা যাবে। প্রথম সপ্তাহে না হলে দ্বিতীয় সপ্তাহ থেকে তো দেখা যাবেই।” বর্তমানে যে সারভেইলেন্স বা পর্যবেক্ষণের দিকেই বেশি জোর দেওয়া হয়েছে তাও জানান নীতি আয়োগের এই সদস্য। তিনি বলেন, “বর্তমানে ৯ লক্ষ ৪৫ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবলিঘি জামাত গোষ্ঠীর ৪০ হাজারেরও বেশি সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই পর্যবেক্ষণে রাখার জন্যই ভারতে সংক্রমণের গ্রোথ রেট ধীরে ধীরে কমছে।”