শেষ আপডেট: 15th January 2021 08:53
দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে সমস্যা এখনও মেটেনি। বারবার বৈঠকের পরেও উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত। যদিও আলাপ আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যা মেটানোর কথা বলেছে ভারত। সীমান্তে শান্তি স্থাপনের বিষয়ে ভারত আশাবাদী হলেও চিন যেন কখনও ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল না করে, এমনটাই কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল এম এম নারাভানে। আর্মি দিবসের প্যারেডে অংশ নিয়ে জেনারেল নারাভানে বলেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। গালওয়ানে শহিদ জওয়ানদের আত্মবলিদান ব্যর্থ যাবে না। তিনি বলেন, “আমরা আলোচনা ও রাজনৈতিক ভাবে এই সমস্যা সমাধানের বিষয়ে বদ্ধপরিকর, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল যেন কেউ না করে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই গালওয়ানের শহিদদের আত্মবলিদান ব্যর্থ যাবে না। দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনও ক্ষতি হতে দেবে না ভারতীয় সেনা।” গত ১৫ জুন লাদাখে গালওয়ান উপত্যকায় চিনের পিপলস লিবারেশন আর্মির অতর্কিত আক্রমণে প্রাণ হারান ২০ ভারতীয় জওয়ান। ভারতীয় জওয়ানদের পাল্টা মারে অন্তত ৩৫ চিনা সেনা নিহত হয়েছে বলেও খবর। এই ঘটনার পর থেকেই সীমান্তে সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে দু’তরফে। ইতিমধ্যেই দু’পক্ষের মধ্যে আট দফা বৈঠক হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান বের হয়নি। এই প্রসঙ্গে জেনারেল নারাভানে বলেন, “দু’তরফের মধ্যে আলোচনার দ্বারা একটা সমাধান খুঁজে বের করার বিষয়ে আমাদের প্রচেষ্টা চলতেই থাকবে।” অবশ্য এই সময়ের মধ্যে বারবার পাকিস্তানের তরফে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েই চলেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। আর এই জঙ্গিদের অনুপ্রবেশে সুবিধা করে দেওয়ার জন্য পাক সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার গুলি চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নারাভানে বলেন, “অন্য সীমান্তে শত্রুদের কড়া জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তান এখনও জঙ্গিদের স্বর্গরাজ্য। লাইন অফ কন্ট্রোলের ওই প্রান্তে প্রশিক্ষণ শিবিরে অন্তত ৩০০ থেকে ৪০০ জঙ্গি অনুপ্রবেশের জন্য তৈরি রয়েছে। গত বছরের তুলনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর ঘটনা অন্তত ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। এর থেকেই পাকিস্তানের পরিকল্পনা বোঝা যাচ্ছে। এমনকি ড্রোনে করেও সীমান্ত পেরিয়ে অস্ত্র পাঠানোর চেষ্টা হচ্ছে।” যদিও সব কিছুর মোকাবিলার জন্য সেনা তৎপর রয়েছে বলেই জানিয়েছেন তিনি।