শেষ আপডেট: 25th February 2020 11:47
দ্য ওয়াল ব্যুরো: চব্বিশঘণ্টা কাটতে না কাটতেই ভুল সংশোধন!
আমদাবাদের সবরমতী আশ্রমে যে ভুল করেছিলেন, মঙ্গলবার দিল্লির রাজঘাটে সেই ভুল শুধরে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গান্ধীর আশ্রমে গিয়ে ভিজিটর্স বুকে তাঁর নামটাও বেরোয়নি ট্রাম্পের কলম থেকে। উল্টে আশ্রম ঘুরিয়ে দেখানোর জন্য 'পরম বন্ধু' নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার দিল্লির রাজঘাটে মহাত্মার স্মৃতিশৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প।
রাজঘাটের ভিজিটর্স বুকে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, "আমেরিকার জনগণ সবসময় সার্বভৌম এবং অভূতপূর্ব ভারতের মহাত্মা গান্ধীর দর্শনের পক্ষে দাঁড়িয়েছেন। এই স্থল পরিদর্শন এক অসাধারণ সম্মান।"
পাঁচবছর আগে সবরমতী আশ্রমে গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা লিখেছিলেন, “ডকটর মার্টিন লুথার কিং জুনিয়র যে কথা লিখেছিলেন তা আজও সত্য—‘গান্ধীর মতাদর্শ ভারতবর্ষে আজও ভীষণ ভাবে প্রাসঙ্গিক, এবং গোটা পৃথিবীর জন্যও এটা বড় অনুপ্রেরণা। তাঁর দেখানো সেই শান্তি ওভালবাসার পথেই গোটা পৃথিবী ও তার রাষ্ট্রসমূহ চলুক’।”
গতকাল ট্রাম্প গান্ধীর নাম না লেখায় তাঁর পূর্বসূরীর তুলনাও টেনে আনেন অনেকে। সমালোচকদের অনেকে সরাসরি বলে দেন, মোদী আর ট্রাম্প মুদ্রার এপিঠ-ওপিঠ। যা করেন সবটাই লোক দেখানো। গান্ধীর আদর্শ, মূল্যবোধ নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। পর্যবেক্ষকদের মতে, যে ভাবে সমালোচনা হয়েছে তাতে ট্রাম্পের ভুল শুধরে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প পথ ছিল না। তাই এদিন তাঁর কলম থেকে গান্ধী বন্দনা ঝরে পড়ে।