শেষ আপডেট: 10th May 2020 02:26
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে কোভিড আক্রান্ত এক ডাক্তারের শরীরে প্রথম প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছিল। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ বছর বয়সী ওই ডাক্তারের। জানা গিয়েছে, প্লাজমা থেরাপির পর তাঁর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছিল। এমনকি শনিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে। লখনউয়ের কিং জর্জ হাসপাতালের তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “৫৮ বছরের এক ডাক্তার কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁর উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়। থেরাপির পরে তাঁর ফুসফুসের অবস্থা আগের থেকে অনেক ভাল হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর মুত্রনালীতে সংক্রমণ হয়ে যায়। তাঁকে ডায়ালিসিসে রাখা হয়েছিল। তাঁর শেষ দুটি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই ডাক্তারের স্ত্রীরও দুটি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।” কিং জর্জ হাসপাতালের ভাইস চ্যান্সেলর এমএলবি ভাট জানিয়েছেন, ১৪ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন ওই ডাক্তার। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও ছিল তাঁর। আইসোলেশন ওয়ার্ডে ডাক্তারের পর্যবেক্ষণেই ছিলেন তিনি। যদিও শনিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।