শেষ আপডেট: 2nd February 2020 08:26
দ্য ওয়াল ব্যুরো: দশকের প্রথম বাজেট পেশ হওয়ার পর সেই বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তারপরেই রাহুলকে তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। প্রশ্ন তুললেন, রাহুল কি আদৌ বাজেট বুঝেছেন? সংবাদমাধ্যমের সামনে স্মৃতি বলেন, "আমি রাহুলের সামনেই বসেছিলাম। বাজেট বক্তৃতার অর্ধেক সময় ধরে উনি চোখ বন্ধ করে বসেছিলেন। যখন কর সংক্রান্ত কথা বলা হচ্ছিল, তখন উনি বাইরে চলে যান।" এখানেই থামেননি স্মৃতি। তিনি আরও বলেন, "বাজেট বক্তৃতার শেষদিকে যখন নির্মলাজি অসুস্থ হয়ে পড়েন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে তিনি হাসছিলেন। একজন মহিলা অসুস্থ থাকলে কি আপনি হাসবেন?" শনিবার ২ ঘণ্টা ৪১ মিনিট ধরে দেশের দীর্ঘতম বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের শেষদিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর সুগার লেভেল কমে যায়। তারপরে তাঁকে ক্যাডবেরি দেওয়া হয়। সেটা খেয়ে ফের কথা বলা শুরু করেন নির্মলা। বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর সংসদ থেকে বেরনোর সময়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তোপ দাগেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়ানাড়ের সাংসদ বলেন, “ইতিহাসের দীর্ঘতম বাজেট বক্তৃতা হয়েছে কিন্তু অন্তঃসারশূন্য।” এখানেই থামেননি রাহুল। তিনি বলেন, “পুরনো কথার চর্বিত চর্বন করা হয়েছে বাজেটে। দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণের কোনও কৌশল বাজেটে আমি দেখতে পেলাম না। কেন্দ্রীয় ভাবে যে নীতি ঘোষণার উচিত ছিল তা হয়নি। দেশের মানুষ হতাশ।” টুইট করে রাহুল আরও বলেন, “বেকারত্ব, কর্মসংস্থান নিয়ে একটিও কথা বলা হয়নি। মূল সমস্যাগুলিকেই এড়িয়ে যাওয়া হয়েছে।” বাজেটের দুদিন আগে থেকেই জিডিপি, বিনিয়োগ ইত্যাদি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে টুইটে আক্রমণ শানাতে শুরু করেছিলেন রাহুল। সেটাকেই আরও তীব্র করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুলের এই বক্তব্যের পরেই প্রশ্ন তোলেন স্মৃতি ইরানি।