শেষ আপডেট: 1st February 2021 04:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইতিহাসে সবথেকে আলাদা পরিস্থিতিতে বাজেট পেশ হচ্ছে আজ। তাই এই বাজেট অন্য সব বাজেটের থেকে অন্যরকম হতে পারে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। তার একটাই কারণ, করোনাভাইরাস। গত এক বছরে এই সংক্রমণের জেরে ভারতের অর্থনীতি যে সমস্যার মুখে পড়েছে সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানোর দিশা দেখাতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সেদিকেই চোখ থাকবে সবার। তিনি নিজেই বলেছেন, এই ধরনের বাজেট এর আগে কোনও দিন হয়নি। আর তাই এই বাজেটে বেশ কিছু বড় ঘোষণা হতে পারে বলেই মনে করছেন সবাই।
সোমবার বেলা ১১টা থেকে মোদী সরকারের নবম বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২০ সালে যে মিনি বাজেট পেশ হয়েছিল তাকেই এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই পূর্ণাঙ্গ বাজেটে। বিশেষজ্ঞদের মতে আগামী আর্থিক বছরে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ১১ শতাংশ করার জন্য একাধিক পরিকল্পনার ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।
অবশ্য করোনা অতিমারী শুরু হওয়ার আগেই ভারতের অর্থনীতির হাল খারাপ হচ্ছিল। গত ১১ বছরে সবথেকে নীচে নেমে গিয়েছিল দেশের জিডিপি। তাই সেখান থেকে অর্থনীতিকে টেনে তোলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রয়োজন। সেটা এদিনের ঘোষণায় থাকে কিনা, সেদিকেই চোখ থাকবে সবার।
গত বছরের তুলনায় এবছর স্বাস্থ্য পরিষেবার উপর বেশি বরাদ্দ করা হবে বলেই অর্থনীতিবিদরা মনে করছেন। সেইসঙ্গে সাধারণ মানুষের হাতে টাকার পরিমাণ বাড়তে পারে। কারণ একমাত্র তবেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআইকে বেশি আকর্ষণ করা যেতে পারে।
সেইসঙ্গে শিল্পপতিদের লক্ষ্য থাকবে যে এই বাজেটে তাদের জন্য ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হল কিনা। কারণ অতিমারীর প্রভাব প্রতিটি সেক্টরে সমান ভাবে পড়েছে। তার ফলে ছোট ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সবথেকে বেশি সমস্যার মুখে পড়েছেন। সেখান থেকে নিজেদের ব্যবসাকে ফের দাঁড় করানোর জন্য ট্যাক্সে ছাড় চাইছেন তাঁরা। সেদিকে সরকার কী নজর দিচ্ছে সেদিকেও সবার নজর থাকবে।
বাজেট পেশের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। তারপরেই বাজেট পড়বেন সীতারমণ। তবে এবারই প্রথম ‘পেপারলেস’ বাজেট তিনি পেশ করতে চলেছেন বলে খবর। এখন দেখার এই বাজেট থেকে ভারতের অর্থনৈতিক উন্নয়নের কী দিশা পাওয়া যায়।