শেষ আপডেট: 26th March 2020 17:52
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৮৭। আর বৃহস্পতিবার নতুন করে ৮৮ জন আক্রান্ত হলেন এই ভাইরাসে। সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯৪। এর মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা পরিসংখ্যান অনুযায়ী আগের দিনের তুলনায় এদিন মাত্র ১জন বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অর্থাৎ বৃদ্ধির হার প্রায় সমান। এই হার আশা জোগাচ্ছে চিকিৎসকদের। আগামী কয়েক দিনে যদি এই হার খুব বেশি না বাড়ে তাহলে বলা যেতে পারে কমিউনিটি ট্রান্সমিশন অনেকটাই রোখা সম্ভব হয়েছে। কারণ এই মুহূর্তে যাঁদের কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ছে তাঁরা আসলে এই ভাইরাসের সংস্পর্শে আরও কয়েক দিন আগেই এসেছিলেন। অর্থাৎ লকডাউনের পরে এই ভাইরাসের কত মানুষ আক্রান্ত হয়েছেন, তা আরও কয়েক দিন গেলে তবেই বোঝা যাবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ২৩টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে এই করোনাভাইরাস। রাজ্যভিত্তিক হিসেবে বলা যায় এই মুহূর্তে শীর্ষে মহারাষ্ট্র। কেরলও খুব একটা পিছিয়ে নেই। এক নজরে রাজ্যভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান-
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ১২৪ | ৩ | ১ |
কেরল | ১১৮ | ০ | ৪ |
কর্নাটক | ৫৫ | ২ | ৩ |
তেলেঙ্গানা | ৪৪ | ০ | ১ |
গুজরাত | ৪৩ | ৩ | ০ |
রাজস্থান | ৪১ | ০ | ৩ |
উত্তরপ্রদেশ | ৪১ | ০ | ১১ |
দিল্লি | ৩৬ | ১ | ৬ |
পঞ্জাব | ৩৩ | ১ | ০ |
হরিয়ানা | ৩০ | ০ | ১১ |
তামিলনাড়ু | ২৬ | ১ | ১ |
মধ্যপ্রদেশ | ২০ | ১ | ০ |
অন্ধ্রপ্রদেশ | ১১ | ০ | ১ |
পশ্চিমবঙ্গ | ১০ | ১ | ০ |
বিহার | ৬ | ১ | ০ |
ছত্তীসগড় | ৬ | ০ | ০ |
উত্তরাখণ্ড | ৫ | ০ | ০ |
হিমাচল প্রদেশ | ৩ | ১ | ০ |
গোয়া | ৩ | ০ | ০ |
ওড়িশা | ২ | ০ | ০ |
পুদুচেরি | ১ | ০ | ০ |
মণিপুর | ১ | ০ | ০ |
মিজোরাম | ১ | ০ | ০ |
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৩ | ০ | ০ |
জম্মু-কাশ্মীর | ১৩ | ১ | ১ |
চণ্ডীগড় | ৭ | ০ | ০ |