শেষ আপডেট: 16th February 2021 10:08
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল খবর এসেছিল উত্তর প্যাঙ্গং থেকে তল্পিতল্পা গুটোচ্ছে লাল ফৌজ। বেলা গড়াতেই ভারতীয় সেনা সূত্রে খবর মিলল, দক্ষিণ প্যাঙ্গং থেকেও ঘাঁটি তুলছে চিনা বাহিনী। মোট কথা, প্যাঙ্গং হ্রদের উত্তর ও দক্ষিণ—দুই এলাকা থেকেই বিদায় নিচ্ছে পিপলস লিবারেশন আর্মি। এতদিন বিস্তর আলোচনা, সীমান্তে বৈঠকের পরেও চিরে ভেজেনি। তবে শেষবারের বৈঠকের পরেই সেনা সরিয়ে নিতে সম্মত হয় চিন। এক পা দু’পা করে পিছোতে পিছতো এখন পাকাপাকি সাজসজ্জা তুলে নিজেদের ক্যাম্পের পথ ধরেছে। সেই ছবি ও ভিডিও সামনে এসেছে।
প্যাঙ্গং হ্রদের পাহাড়ি এলাকা দখলে নেবে বলে সেই কবে থেকেই সামরিক কাঠামো বানাতে শুরু করেছিল চিনের সেনা। ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ অবধি এলাকায় যুদ্ধট্যাঙ্ক সাজিয়ে বসে গিয়েছিল। কালাটপ সহ পাহাড় চূড়োগুলো এখন ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নিয়ন্ত্রণে। কাজেই সেখানে সুবিধা করতে না পেরে পাহাড়ের পাদদেশে সামরিক সরঞ্জাম মোতায়েন করার কাজ শুরু করেছিল। দেপসাং লাগোয়া দৌলত বেগ ওল্ডির কাছে হেলিপ্যাড বানিয়েছিল লাল সেনা। নতুন জেটি তৈরি করেছিল। সাঁজোয়া গাড়ি চলাচলের জন্য কালভার্ট গড়েছিল। গতকাল থেকে সেসবই সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে চিনা বাহিনীকে।
একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে, প্যাঙ্গং সংলগ্ন এলাকায় নিজেদের বাঙ্কার, অস্থায়ী সামরিক কাঠামো ভেঙে ফেলছে চিনের সেনা। অস্ত্রশস্ত্র যা মোতায়েন করা ছিল সেগুলো সব গুছিয়ে ট্রাকে ভরছে। পাহাড়ি ঢাল বেয়ে তাঁবু ঘাড়ে নিয়ে সার বেঁধে চিনের সেনাদের নেমে আসতেও দেখা গেছে।
https://twitter.com/nitingokhale/status/1361578372967501824
ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, প্যাঙ্গং হ্রদের পশ্চিম দিক বরাবর ফিঙ্গার পয়েন্ট ২ থেকে ফিঙ্গার পয়েন্ট ৩ রেঞ্জ অবধি ধ্যান সিং ধাপা পোস্টে ফিরে যাচ্ছে ভারতীয় বাহিনী। অন্যদিকে, চিনের সেনা ফিঙ্গার পয়েন্ট ৮ থেকে পিছু হটতে শুরু করেছে। ফিঙ্গার পয়েন্ট থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ অবধি এলাকায় ১০ কিলোমিটার অবধি বাফার জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে। শোনা গিয়েছে, ফিঙ্গার ৪ ও ফিঙ্গার ৫ এলাকায় বাঙ্কার, জেটি ভেঙে দিয়েছে চিনের সেনা।
উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং থেকে যুদ্ধট্যাঙ্ক, হাউইৎজার কামানও সরিয়ে নিচ্ছে দুই দেশ। প্যাঙ্গং হ্রদের দক্ষিণ তীরে কৈলাস পার্বত্য অঞ্চলের চুসুল সেক্টর থেকেও যাবতীয় সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কাজ চলছে। গালওয়ানের ১৫ নম্বর পেট্রোলিং পয়েন্ট যেখানে দুই দেশের বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে ধাপে ধাপে সেনা সরাতে রাজি হয়েছে দুই দেশই। তবে দেপসাং ভ্যালি নিয়ে কোনও আলোচনা হয়নি। প্যাঙ্গং রেঞ্জের পরে এই দেপসাং ভ্যালিতেই নজর চিনের সেনার। তাই সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে রেখেছে ভারত। আধুনিক যুদ্ধট্যাঙ্ক ও মিসাইলও মোতায়েন করে রেখেছে ভারতের বাহিনী।