Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সমালোচনা, অবশেষে মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নিয়ে আসা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে নয় দফা বৈঠক হয়েছে তাদের। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এর মধ্যেই এই আলোচনা

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সমালোচনা, অবশেষে মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি

শেষ আপডেট: 19 January 2021 21:44

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নিয়ে আসা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে নয় দফা বৈঠক হয়েছে তাদের। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এর মধ্যেই এই আলোচনার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যতদিন না এই কমিটি নিজেদের রিপোর্ট দিচ্ছে ততদিন কৃষি আইনগুলিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু এই কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষকরা। সমালোচনার মাঝে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে প্রধান বিচারপতি বলেন, “আমরা একটা বিষয় লক্ষ্য করছি। মানুষের মনে গণতন্ত্রের প্রতি আস্থা কমছে ও ভুল বোঝার প্রবণতা বাড়ছে। আমরা একটা কমিটি বানিয়েছি এবং কমিটির সদস্যদের যদি কোনও মনোভাব থাকে, তার মানে এই নয় তাদের কমিটিতে রাখা যাবে না।” বোবদে প্রশ্ন করেছেন, কেন অতীতে সদস্যদের কোনও মনোভাবের জন্য তাঁদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। তিনি বলেন, “ঠিক আছে সদস্যদের একটা মনোভাব আছে। সেই মনোভাব বদলের দায়িত্ব আপনাদের। কিন্তু তার জন্য কেন তাঁদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। কারও কোনও বিষয়ে নিজস্ব মতামত রয়েছে বলে তাকে কমিটি থেকে বাদ দেওয়া যায় না। কারণ তারা বিচারক নন।” গত সপ্তাহে কৃষি আইন নিয়ে বিক্ষোভের মাঝে তিনটি আইনে নিষেধাজ্ঞা জারি করে দেশের শীর্ষ আদালত। বলা হয় সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি এই বিষয়ে কথা বলবে। তারপরে তারা রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে নিজেদের মতামত জানাবে আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে যে চার সদস্যের কমিটি তৈরি করা হয় তাদের বিরোধিতা করেন কৃষকরা। প্রধান বিরোধী দল কংগ্রেসও বিরোধিতা করে। সবার অভিযোগ, এই চারজনই কৃষি আইন হওয়ার সময় আইনের সমর্থন করেছিল। তাই তাঁরা আইনের পক্ষেই নিজেদের মতামত জানাবে বলেই জানিয়েছেন কৃষকরা। সেই বিষয়েই এবার নিজের মতামত দিলেন প্রধান বিচারপতি।

ভিডিও স্টোরি