শেষ আপডেট: 8th November 2020 07:00
দ্য ওয়াল ব্যুরো: এখনও ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা মেটেনি। এই সপ্তাহেই দু’দেশের মধ্যে কম্যান্ডার লেবেলের বৈঠক হয়েছিল। এটা দু’দেশের মধ্যে অষ্টম পর্যায়ের বৈঠক ছিল। কিন্তু সেখানেও কোনও সমাধান সূত্র বের হয়নি। আর তাই ফের একবার বৈঠকে বসতে চলেছে দু’দেশ। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার পশ্চিম দিকে সেনা সরানো নিয়ে দু’দেশ ফের বৈঠকে বসবে। কেন্দ্রের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “ভারত ও চীন দু’দেশের প্রাধান্য সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে সেখানে শান্তি স্থাপন করা এবং দু’দেশের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা। সেনার উচ্চপর্যায়ের ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছে দু’দেশ। এখনও সীমান্তে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধানের জন্য দু’দেশই বদ্ধপরিকর।” সীমান্তে ভারত ও চীনের মধ্যে প্রধান সমস্যা হচ্ছে সেনা সরানো নিয়ে। একদিকে ভারত চাইছে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নিক দু’দেশ। এপ্রিল মাসের আগে সেখানে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ফের একবার তৈরি করার চেষ্টা করছে তারা। বারবার দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ের উপরেই জোর দিচ্ছে ভারত। অন্যদিকে নিজেদের অবস্থান থেকে সরে আসছে চীন। অগস্ট মাসে দু’দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠকের পরে সম্পূর্ণ সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু মাঝপথে সেনা সরানোর কাজ বন্ধ করে দেয় তারা। এমনকি বেশ কিছু জায়গায় সেনা মোতায়েন করা শুরু করে লাল ফৌজ। গত ৬ মাস ধরে সীমান্ত এই সমস্যার বিষয়ে আলোচনা হলেও এখনও তা মেটেনি। এই বিষয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সম্প্রতি জানিয়েছেন, দু’দেশের মধ্যে সীমান্ত সমস্যা মেটানোর জন্য সেনার উচ্চপর্যায়ের ও কূটনৈতিক স্তরের আলোচনা চলছে। অনুরাগ শ্রীবাস্তব বলেন, “ভারত সবসময় শান্তির পক্ষে। সীমান্তে যাতে সমস্যা না হয় সেদিকেই লক্ষ্য রয়েছে আমাদের। আর তাই বারবার চীনের সঙ্গে আলোচনা চলছে। যাতে দ্রুত সেনা সরিয়ে নেওয়া হয় সেই পদ্ধতি নিয়ে আলোচনার জন্য শিগগির ফের একবার বৈঠক হবে। দু’দেশ মিলিয়েই এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।”