শেষ আপডেট: 31st August 2020 03:51
দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই জানা গিয়েছিল সুস্থ হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিগগির তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেও বিবৃতি দিয়ে জানানো হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসের তরফে। সেইমতো সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। অর্থাৎ এদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি। প্রথমে করোনা সংক্রমণ ও তারপরে করোনা পরবর্তী সমস্যা কাটাতে হাসপাতালে ভর্তি হতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর শারীরিক অবস্থা কখনওই সেভাবে চিন্তার কারণ না হয়ে উঠলেও দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে। সোমবার এইমসের তরফে অমিত শাহকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে গত শনিবার এইমসের পক্ষে বিবৃতি দিয়ে চেয়ারপার্সন আরতি ভিজ বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড পরবর্তী চিকিৎসার জন্য এইমসে ভর্তি রয়েছেন। উনি এখন সেরে উঠেছেন এবং খুব তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’’ অগস্ট মাসের শুরুতেই অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে কিছুটা আশঙ্কা ছড়ায় অন্যান্য মন্ত্রীদের মধ্যেও। গত ২ অগস্ট কোভিড সংক্রমণ ধরা পড়ায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি। ফলে ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোয় উপস্থিত থাকতে পারেননি তিনি। এর পরে ১৪ অগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সেদিন তিনি টুইট করে জানান, “ভগবানের কৃপায় ও আপনাদের আশীর্বাদে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আমি হোম আইসোলেশনেই থাকব।” কিন্তু বাড়ি ফেরার ক’দিন বাদেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। ১৭ অগস্ট রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রথমে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় শাহের। সেই রিপোর্টে বুকে সংক্রমণ থাকায় এইমসে ভর্তি করা হয়। কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছেন তিনি।